ঢাকা, ১৫ এপ্রিল-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে চলমান আইপিএল থেকে দেশে ফেরত আসতে বলবে বিসিবি। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পাপন বলেন, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২২ এপ্রিল থেকে জাতীয় ক্রিকেট দল প্রস্তুতি ক্যাম্প শুরু করবে। তার আগে আমরা সাকিবকে আইপিএল থেকে ফেরত আসতে বলার সিদ্ধান্ত নিয়েছি। দেশে ফেরত আসতে এবং ক্যাম্পে যোগ দিতে আমরা সাকিবকে একটা চিঠি পাঠবো। চলমান আইপিএলে সাকিব পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েছেন। তবে গত ৭ ম্যাচে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এ অলরাউন্ডার। প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারায় পরের ম্যাচগুলোতে আর সুযোগ পাননি সাকিব। পাপন বলেছন, আমি সাকিবের সাথে এখনো এ বিষয়ে কথা বলিনি। তবে আমরা তাকে আইপিএল থেকে ফেরত আনতে চাই। আমরা এ বিষয়ে তাকে একটি চিঠি পাঠাবো এবং সে কি জবাব দেয় তার অপেক্ষায় থাকবো। এদিকে মঙ্গলবারের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি। আর/০৮:১৪/১৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PaTwh2
April 16, 2019 at 12:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top