উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করে পেলেছে পিএসজি। দলের অন্যতম তারকা ফুটবলারকে ছাড়াই দুর্দান্ত খেলে এই শিরোপা নিশ্চিত করে। প্রায় তিন মাস পর দলে ফিরে শাস্তির সম্মুখীন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ইউরোপিয়ান চ্যাম্পিয়ান লিগে ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় নেইমারকে। শেষ ষোলোর ফিরতি পর্বে পিএসজির বিপক্ষে ভিএআরের সাহায্য নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সিদ্ধান্তটি লজ্জাজনক বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন পিএসজি এই ফরোয়ার্ড। গত ৭ মার্চের ওই ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিট ডি-বক্সে পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ডের সফল স্পট কিকে ৩-১ গোলে জিতে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৩-৩ হলে প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করায় পরের রাউন্ডের টিকেট পায় উলে গুনার সুলশারের দল। ওই ঘটনায় স্লোভেনিয়ার রেফারি দামির স্কোমিনা প্রথমে কর্নারের বাঁশি বাজিয়েছিলেন। তবে ঘটনাটি যাচাই করে দেখার সংকেত পান এবং পরে পেনাল্টি দেন তিনি। চোটের কারণে শেষ ষোলোর কোনো লেগেই খেলতে পারেননি নেইমার। পরে ইন্সটাগ্রামে তিনি লেখেন, পেনাল্টিটি দেওয়া ঠিক হয়নি। তিনি লিখেন, চার জন মানুষ যারা ফুটবল সম্পর্কে কিছু জানে না তারা টেলিভিশনে স্লে-মোশনে রিপ্লে দেখেন। এই নিষেধাজ্ঞার ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাবে না এরই মধ্যে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করা পিএসজি। আর/০৮:১৪/২৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PvG8Et
April 27, 2019 at 05:11PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন