শিবগঞ্জে মকিমপুর সীমান্ত থেকে ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মকিমপুর সীমান্ত এলাকা থেকে মঙ্গলবাব রাতে ৫৬ পিস  ইয়াবা জব্দ করেছে বিজিবি।  তবে এ ঘটনায়  কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি’র এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  কামালপুর বিওপির টহল দল হাবিলদার শাহাবুদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৮ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব মকিমপুর এলাকার অভিযান চালায় বিজিবি। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারত  হতে বাংলাদেশের দিকে আসলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া পোটলা হতে ৫৬ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা গুলো  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2LwJTel

May 08, 2019 at 08:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top