লন্ডন, ২৭ মে- ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভারতকে হারিয়ে পাকিস্তান নতুন ইতিহাস গড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। তিনি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব মানুষের কাছে অন্যরকমের। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, বিশ্বকাপ না জিতলেও চলবে। ভারতকে হারাতে পারলেই আমরা খুশি। আমি আশাবাদী এবার ভারতকে আমরা হারাতে পারব। বিশ্বকাপে ভারতের কাছে হারের ইতিহাস এবারই বদলাতে পারব বলে আশা রাখি। পাকিস্তানের ক্রিকেট দলের বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম বলেন, মানুষ মনে করে ১৪-১৫ জন ক্রিকেটারের নাম লিখে ফেললেই একটা স্কোয়াড তৈরি করে ফেলা যায়। কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। প্রচুর চাপ থাকে। বিশ্বকাপের আগেই প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মতো দুর্বল দলের বিপক্ষে হেরে যায় ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দল পাকিস্তান। বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে দলের পরাজয় নিয়ে ইনজামাম বলেন, বিশ্বকাপে কোনও দলকেই হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না। আফগানিস্তানের মতো দল যে কোনও বড় দলকে হারানোর ক্ষমতা ধরে। এমএ/ ০০:৩২/ ২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JFbdoO
May 26, 2019 at 08:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top