ডাবলিন, ১৬ মে- চলমান ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি টিম-টাইগাররা। টাইগার কাপ্তানের নেতৃত্বে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে শুধুমাত্র আয়ারল্যান্ডের সঙ্গে একটি ম্যাচে মাঠে নামতে পারেনি টাইগাররা। ফলে ওই ম্যাচে পয়েন্ট ভাগা ভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার অপরাজেয় থাকার মিশনে নজর ফাইনালে। অবশ্য এরইমধ্যে ফাইনাল ম্যাচের বার্তাও দিয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, উইকেটে এমন টার্গেট তাড়া করা যাবে তা আমরা জানতাম। দলের সবাই আত্মবিশ্বাসী ছিল। সিরিজে টপঅর্ডাররা দারুণ করছে। এ ম্যাচেও তারা ভালো খেলেছে। বোলিংয়ে আবু জায়েদ রাহী দুর্দান্ত ছিল। আমরা টানা তিন ম্যাচ জিতেছি। ফাইনাল নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী। শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী। আগামীকাল শুক্রবার (১৭ মে) ফাইনাল ম্যাচে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জিততে পারলে ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতবে টিম-টাইগাররা। ম্যাশের নেতৃত্বে সেই কাঙ্ক্ষিত আশা পূরণ হোক- এটিই চাওয়া দেশের কোটি ক্রিকেটপ্রেমীর। এমএ/ ০৪:৪৪/ ১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YwjFu0
May 16, 2019 at 12:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top