লন্ডন, ২২ মে- ক্যাপ্টেন হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন বিরাট কোহলি। এ উপলক্ষে বিশেষ জুতা হাতে পেলেন তিনি। তার জন্য ১৫০টি সোনালি স্পাইকের জুতা প্রস্তুত করেছে বিখ্যাত প্রতিষ্ঠান পুমা। এর নাম দেয়া হয়েছে গোল্ড স্পাইক এডিশন। বুধবার বিশ্বকাপের দেশ ইংল্যান্ডের বিমান ধরেছে ভারতীয় দল। আগের দিন সোনালি স্পাইকের বিশেষ জুতা হাতে পান কোহলি। পেয়েই সোশ্যাল মিডিয়া টুইটারে ভিডিও পোস্ট করেন তিনি। ইংল্যান্ডের মাটিতে এটি পরেই প্রতি ম্যাচে খেলবেন ভারতীয় অধিনায়ক। স্পেশাল এ জুতা তার ভাগ্যের চাকা ঘোরাতে পারে কিনা, সেটিই এখন দেখার। এই প্রথম কোনো ক্রিকেটারকে সোনালি স্পাইকের জুতা পরে মাঠ মাতাতে দেখা যাবে। টুইটবার্তায় সেটি বক্স থেকে বের করার ভিডিও পোস্ট করে কোহলি লিখেছেন, বিশেষ জুতা পরে ইংল্যান্ডের মাটিতে নামতে মুখিয়ে আছি। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। ইতিমধ্যে বিশ্বকাপের দেশে পৌঁছেছে টিম ইন্ডিয়া। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযানে নামবেন কোহলিরা। স্বাভাবিকভাবেই কাপ্তানের দিকে তাকিয়ে ভারতীয়রা। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VVamHr
May 22, 2019 at 12:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top