লন্ডন, ৩০ মে- ক্রিকেট মহাযুদ্ধের পর্দা উঠছে বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা। লন্ডনের বিখ্যাত ভেন্যু দি ওভালে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। এখন পর্যন্ত সাতটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকা। একবার (১৯৯৬) বাদে প্রতিবারই সেমিফাইনালে খেলেছেন প্রোটিয়ারা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাদের। এবার সেই অধরা ফাইনালের লক্ষ্যেই খেলতে নামবে ফাফ ডু প্লেসিস বাহিনী। স্বাভাবিকভাবেই বৈশ্বিক টুর্নামেন্টের আরাধ্য ট্রফি জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। শক্তি-সামর্থ্য থাকলেও বারবার ব্যর্থ হয়েছে ক্রিকেটের পরাশক্তি দলটি। এবার চোকার তকমা ঘোচাতে মরিয়া ডু প্লেসিসের দল। তবে এবারের ক্রিকেটের সর্বোচ্চ আসরে নিজেদের প্রথম ম্যাচে তারকা পেসার ডেল স্টেইনকে পাচ্ছেন না তারা। কাঁধের চোটের কারণে টুর্নামেন্টের শুরুর ম্যাচে খেলা হচ্ছে না তার। তা পেছনে ফেলে জয়ের লক্ষ্যেই ইংলিশদের বিপক্ষে মাঠে নামবেন ডি কক-আমলারা। দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য) হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির। তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো সূত্র: যুগান্তর আর/০৮:১৪/৩০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2We2517
May 30, 2019 at 06:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top