সম্প্রতি আত্মজীবনীমূলত বই প্রকাশ করে রীতিমত একের পর এক বোমা ফাটানো তথ্য দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সেখানে আফ্রিদি অভিযোগ করেছেন, পাকিস্তান দলের সাবেক সিনিয়র ক্রিকেটাররা নাকি তার সঙ্গে বাজে ব্যবহার করেছে। আফ্রিদির এমন অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারও। বৃহস্পতিবার পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব বলেন, আফ্রিদির সঙ্গে যা ঘটেছে তার আত্মজীবনীতে সে সেটাই লিখেছে। খেলার সময় দেখেছি ওর সঙ্গে সিনিয়ররা খুব বাজে ব্যবহার করতেন। আমি নিজের চোখে এমনটা দেখেছি। তাই লালার সঙ্গে সহমত পোষণ করছি। গেম চেঞ্জারে আফ্রিদি লিখেছেন, ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের আগে নেট অনুশীলনে তাকে ব্যাট করতে দেননি তখনকার কোচ জাভেদ মিঁয়াদাদ। তা সত্য বলে জানান শোয়েব। এ ঘটনার জেরে পরে ১০ সিনিয়র ক্রিকেটার পাক তারকা অলরাউন্ডারের কাছে ক্ষমাও চান বলে দাবি করেন তিনি। সর্বকালের দ্রুতগতির বোলার বলেন, বেশ কয়েক বছর পর ১০জন সিনিয়র খেলোয়াড় আফ্রিদির কাছে তাদের কাজের জন্য ক্ষমা চান। শুধু আফ্রিদিকে নয়, সিনিয়রেরা শোয়েবকেও হেনস্থা করতেন বলে দাবি করেছেন শোয়েব। তিনি বলেন, একবার অস্ট্রেলিয়া সফরে ৪ খেলোয়াড় আমার দিকে ব্যাট ছুড়ে মেরেছিল। পাকিস্তান ক্রিকেটের সাবেক গ্রেটদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কয়েকদিন আগে গেম চেঞ্জার নিষিদ্ধে সিন্ধু হাইকোর্টে পিটিশন করা হয়েছিল। পরিপ্রেক্ষিতে আদালত নতুন করে বইটির সংস্করণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এমএ/ ০০:১১/ ১০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WBr5vx
May 10, 2019 at 06:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top