তেলকুপি সীমান্তে চোরাচালীদের উপর বিজিবির গুলি ❀ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে চোরকারবারীদের ওপর বিজিবির গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে গুলির ঘটনায় সেই হতাহত না হলেও ঘটনাস্থল থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি।
আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৪টি ওয়ান স্যুটারগান, ২টি পিস্তুল, ৩টি ম্যগজিন ও ১৬রাউন্ড গুলি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার তেলকুপী সীমান্তের ১৮০/৯ এস পিলারের কাছে এই ঘটনা ঘটে।
বুধবার দুপুরে ৫৯ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম সালাহ উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাত সাড়ে ১১টার দিকে রিফুজিপাড়ায় অভিযান চালায় বিজিবির একটি দল। এসময় ভারত সীমান্তের দিক থেকে একটি মোটরসাইকেলে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে আসে। তারা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা গুলি চালায়। পরে তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে অস্ত্র ও গুলি পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2IUtGh8

May 01, 2019 at 04:33PM
01 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top