কলকাতা, ২৪ মে- পশ্চিমবঙ্গে পরিবর্তন এসেছে। মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির সাফল্যের পরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সঙ্গে তাঁর আর্জি, সন্ত্রাস বন্ধ করতে প্রশাসন উদ্যোগ নিক। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে বাংলায় গেরুয়া প্লাবনের ছবি স্পষ্ট হয়। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২২টিতে শাসক দল তৃণমূল পেলেও ১৮টি আসন জিতে সাড়া ফেলে দিয়েছে বিজেপি। খড়গপুর কেন্দ্রে পোড়খাওয়া রাজনীতিক মানস ভুঁইঞার মতো প্রতিদ্বন্দ্বীকে বিপুল ব্যবধানে পরাস্ত করেছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, লোকসভা নির্বাচনে অমিত শাহ বাংলায় ২৩টি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। আমরা ১৮টি পেয়েছি। তবে বাংলায় আরও বেশি আসন পেতে পারতাম। তাঁর দাবি, বিজেপির প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রাজ্যে পরিবর্তনেরই সূচক। সেই সমর্থনের ঢেউয়ে পাহাড়, জঙ্গল ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, এত দিনে বিকল্প খুঁজে পেয়েছে বাংলা। নির্বাচনে আঞ্চলিক দলগুলি গুরুত্ব হারিয়েছে। বাংলায় অভিনব সাফল্যের জেরে বিজয় উৎসবে রাজ্যে অমিত শাহ আসবেন বলেও তিনি জানান। দিলীপের অভিযোগ, ভয়ংকর পরিস্থিতিতে নির্বাচনী লড়াই করেছে বিজেপি। তাঁর দাবি, নির্বাচনী লড়াইয়ে প্রত্যাশিত ফল করতে না পেরে ভোটপরবর্তী হিংসায় মদত দিচ্ছে শাসক দল তৃণমূলের একাংশ। এই কারণে তিনি প্রশাসনকে চিঠি দিয়ে হিংসা বন্ধ করার আবেদন জানিয়েছেন বলেও দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি। আর এস/ ২৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VNbjMP
May 24, 2019 at 01:42PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন