মুম্বাই, ২৭ মে- না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের জনপ্রিয় নায়ক অজয় দেবগনের বাবা বীরু দেবগন। সোমবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। এই দিন সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আজ সোমবার সন্ধ্যা ৬টায় মুম্বইয়ের ভিলে পার্লে হাসপাতালে তার শেষকৃত্য সম্পন্ন হবে। বলিউডে অ্যাকশন ডিরেক্টর ও চিত্র নির্মাতা হিসাবে খ্যাতিমান ছিলেন অজয়ের বাবা। ১৫০টিরও বেশি ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করেছেন বীরু দেবগন। তার পরিচালিত হিন্দুস্থান কি কসম ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, মণীষা কৈরালা ও সুস্মিতা সেন। ক্রান্তি, সিংহাসন, সৌরভ সহ বেশকিছু ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছিল বীরু দেবগনকে। বীরু দেবগণের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের বহু ব্যক্তিত্ব। শেষবার গত ফেব্রুয়ারি মাসেই অজয় দেবগনের ছবি টোটাল ধামাল-এর বিশেষ প্রদর্শনীতে শেষ দেখা যায় তাকে। আর এস/ ২৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2X8jSDn
May 27, 2019 at 01:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top