সাউদাম্পটন, ১২ মে- সাউদাম্পটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১২ রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। ম্যাচে জস বাটলারের ঝড়ো সেঞ্চুরিতে গড়া ৩৭৪ রানের লক্ষ্যে নেমে লড়াই করে ১২ রানে হারে পাকিস্তানি। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এর আগে দ্যা রোস বোল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেটে ৩৭৩ রান সংগ্রহ করে ইংলিশরা। জবাবে ব্যাট করতে নেমে ফখর জামানের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৬১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। টস হেরে ব্যাট করতে নেমে জেসনের সঙ্গে ১১৫ রানের উদ্বোধনী জুটি গড়েন বেয়ারস্টো। ৬ চারে ৪৪ বলে হাফসেঞ্চুরি করার পরের বলেই আউট হন এই ওপেনার। ১৩ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হন জেসন, তার ৮৭ রান এসেছে ৯৮ বলে। জো রুট ৪০ রানে আউট হলে ক্রিজে ছড়ি ঘোরান মরগান ও বাটলার। ১৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। দুজনে পাল্লা দিয়ে রান করেছেন। তবে বেশি মারকুটে ছিলেন বাটলার। ৪টি চার ও ৯টি ছয়ে ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ৫৫ বলে ১১০ রানের অপরাজিত ইনিংসে ছিল ৬ চার ও ৯ ছয়। মরগান অপরাজিত ছিলেন ৭১ রানে। তার ৪৮ বলের ইনিংস সাজানো ছিল ৬টি চার ও একটি ছয়ে। পাকিস্তানের পক্ষে একটি করে উইকেট নেন হাসান আলী, ইয়াসির শাহ ও শাহিন শাহ আফ্রিদি। বিশাল টার্গেগে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করেন। ৩৫ রান করে আউট হন ইমাম। দ্বিতীয় উইকেটে বাবর আজম ও ফখর জামান ১৩৫ রান যোগ করেন। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলের নেন ফখর। দলীয় ২২৭ রানে ১০৬ বলে ১৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান ফখর। এরপর বাবর ৫১ রান করে বিদায় নেন। আসিফ আলী ৩৬ বলে ৫১ রান করে আউট হন। দলের রান তখন ৫ উইকেটে ৩২৩ রান। অধিনায়ক সরফরাজ আহমেদ ৩২ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও দলের পরাজয় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৩৬১ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ১২ রানে জয় পায় ইংল্যান্ড। ইংলিশ বোলার লিয়াম প্ল্যাংকেট ও ডেভিড উইলি ২টি এবং ক্রিস ওক্স, মঈন আলী ও আদিল রশিদ ১টি করে উইকেট নেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30mEGt4
May 12, 2019 at 04:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top