আসাম, ১৬ মে- আসামের বিশ্বনাথ চরিয়ালির বাসিন্দা অনিল বোরা নামে ৮২ বছর বয়সী একজন মা। হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে এসেছিলেন গত সপ্তাহে। কিন্তু তার রক্ত পরীক্ষার পরে জানা যায় তাকে জরুরী ভিত্তিতে রক্ত দিতে হবে। মিসেস বোরার রক্তের গ্রুপ বি নেগেটিভ। এই রক্ত সহজে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় বোরার পাশে এসে দাঁড়ায় মো. আনসারি নামে এক মুসলমান। রবিবার (১২ মে) ফেসবুকের মাধ্যমে একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠনের সঙ্গে অনিল বোরার যোগাযোগ হয় এর পরেই সোশ্যাল যোগাযোগমাধ্যমে ব্ল্যাডের সন্ধানের জন্য পোস্ট দিলে শনিতপুরের বাসিন্দা মুন্না আনসারি ওই মহিলাকে রক্ত দিয়ে সাহায্য করেন। জানা গেছে, গত রবিবার মি. আনসারি রোজা ভেঙ্গে রক্ত দিয়েছেন রেবতী বোরাকে। তাকে জানানো হয় যে রাতে রক্ত দিলেও চলবে। কিন্তু পরে জানানো হয় রক্ত এখনি লাগবে। তখন রোজা ভেঙ্গেই হাসপাতালে গিয়ে রক্ত দিয়ে আসেন মো. আনসারি। মো. আনসারি বলেন, ওরা আমাকে বলে ভেবে দেখ, রোজা ভাঙ্গতে হবে কিন্তু। আমি বলেছিলাম রোজা ভাঙ্গতে হলে হবে। তবে যদি রাতে রক্ত দিলে কাজ হয়, তাহলে রোজার শেষেই হাসপাতালে যাব, আর না হলে রোজা ভেঙ্গে দেব! অনিল বোরা বলছেন, রোজা ভেঙ্গে তিনি যেভাবে আমার মায়ের জীবন বাঁচিয়েছেন, তার জন্য ওর কাছে আমরা কৃতজ্ঞ। গুয়াহাটির একটি হাসপাতালের কর্মী পান্নাউল্লা আহমেদ। তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন যে এক রোগীর জন্য রক্ত লাগবে। পান্নাউল্লা আহমেদের রক্তের গ্রুপ বি পজিটিভ। আর রোগীর ও পজিটিভ। অনেক খুঁজেও রক্তদাতা পাওয়া যাচ্ছে না। হাসপাতাল থেকেই বলা হয় যে বি পজিটিভ রক্ত দিয়ে তার বদলে রোগীকে তারা সঠিক গ্রুপের রক্ত দিয়ে দিতে পারে। তখন পান্নাউল্লার বন্ধু তাপস ভগবতী বলেছিলেন, তুমি কী করে রক্ত দেবে! রোজা ভাঙ্গতে হবে তো তাহলে! তিনি আরও বলেন , আমি চাইছিলাম রক্ত দিতে, তার জন্য যদি রোজা ভাঙ্গতে হয় তো হবে! একজন মানুষের প্রাণ তো বাঁচাতে পারব! তবুও আমি বাড়ির অনুমতি নিয়ে নিই। তারা মত দেয়। কিন্তু আমি ভেবেছিলাম ডাক্তারকে মিথ্যে কথাই বলে দেব যে পেট ভর্তি আছে। যদি মাথা না ঘোরায়, তাহলে আর রোজা ভাঙ্গব না। তাতে রক্ত দেয়াও হবে, আবার রোজাটাও ভাঙ্গতে হবে না। পরে ভেবে দেখলাম যে মিথ্যে বলা উচিত নয়, তাই রক্ত দেয়ার পরে খেয়ে নিয়েছিলাম। এমএ/ ০৪:৪৪/ ১৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2W4VKnP
May 16, 2019 at 12:36PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন