ঢাকা, ০২ মে- ছোট পর্দার জনপ্রিয় মুখ জাকিয়া বারী মম। নাটক-টেলিফিল্মে অভিনয় নিয়ে দারুণ ব্যস্ততা তার। এছাড়া বড় পর্দায় অভিনয় করেও আলোচিত হয়েছেন। আসছে শুক্রবার প্রচারিত হতে যাচ্ছে মম অভিনীত সারপ্রাইজ ডে শিরোনামের একটি নাটক। সারপ্রাইজ ডে নাটকটি রচনা করেছেন রুদ্র মাহফুজ। পরিচালনায় কাজী সাইফ আহমেদ। গল্পে দেখা যাবে, জয়ী ও রুমেল আদর্শ দম্পতি। জয়ী ভীষণ স্বামী ভক্ত। তাদের পাঁচ বছরের সংসার। কিন্তু রুমেল জয়ী বাদেও গোপনে অন্য নারীর সাথে সময় কাটায়। কিছুদিন আগে রুমেল ব্যবসায়ের কথা বলে ঢাকার কাছে গাজীপুর আসে রাফা নামের একটি মেয়ের সঙ্গে সময় কাটানোর জন্য। রাফা ডিভোর্সী, উচ্ছৃঙ্খল। রুমেল চলে যাওয়ার দু-তিন দিন পর জয়ী ও রুমেলের বিবাহ বাষির্কী। রুমেলকে চমকে দিতে জয়ী গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাস্তার মাঝপথে হঠাৎ দেখা হয়ে যায় দেশের প্রতিভাবান লেখক ও নাট্যকার আকিব হায়দারের সঙ্গে। জয়ী ও আকিব এক সময় একই সঙ্গে পড়তেন ও একে অপরকে ভালোবাসত। আকিবও গাজীপুর রিসোর্টে যাচ্ছে। রিসোর্টে গিয়ে জয়ী ও আকিবের সঙ্গে রাফার দেখা হয়। রাফা জয়ীর কলেজ জীবনের বান্ধবী। একটা সময় দেখা যায় রুমেল সেই একই রিসোর্টে রাফার সঙ্গে সময় কাটাতে এসেছে। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়। এখানে জয়ী চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আকিব হায়দার চরিত্রে এস এন জনি। রুমেল চরিত্রে অভিনয় শিপন মিত্র, রাফার চরিত্রে অভিনয় করেছেন সেমন্তি সৌমি। মম ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন এস এন জনি, শিপন মিত্র, সেমন্তি সৌমি, সবুজ, আশরাফুল আলম সোহাগসহ অনেকে। সারপ্রাইজ ডে নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলাতে শুক্রবার রাত ৯ টায় প্রচার হবে। আর/০৮:১৪/০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2XWsnS4
May 02, 2019 at 08:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top