কলকাতা, ০৫ মে- রাজ্যে যখন ফণী আছড়ে পড়ল তখন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। মেদিনীপুরের দাঁতনে দলীয় প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে প্রচার মঞ্চ থেকে বললেন মমতা ব্যানার্জি। ফণীর ঝাপটা তেমন ভাবে রাজ্যে না পড়লেও মেদিনীপুর জেলার কিছু অংশে দপট দেখিয়েছে ফণী। দুর্যোগে প্রায় পাঁচ হাজার কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ২৯ হাজার বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবারের প্রচারমঞ্চে মমতা ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেছেন, রাজ্য সরকার তাঁদের পাশে আছে। নতুন বাড়ি তৈরি করে দেওয়ার সব ব্যবস্থা রাজ্য সরকার করবে বলে জানিয়েছেন তিনি। এই দুর্যোগে রাজ্যের মানুষের কথা ভেবেই যে তিনি কেবল ঈশ্বরকে স্মরণ করেছেন। রাজ্যবাসীর কথা ভেবেই উন্নয়নের কোনও কসুর করা হয়নি বলে দাবি করেছেন তিনি। গত পাঁচ বছরে মোদি সরকার রাজ্যের উপর কেবল বঞ্চনা করে গিয়েছেন বলে অভিযোগ মমতার। সরাসরি আক্রমণ করে মমতা বলেছেন মোদিই সবচেয়ে বড় দুর্যোগ। তাই সবাই মিলে দিল্লি থেকে মোদিকে হঠাতে হবে। কোনও মূল্যেই মোদি যাতে ক্ষমতায় ফিরতে না পারে সেজন্য বিজেপি ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলনেত্রী। এন এ/০৫ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2V3m1P4
May 05, 2019 at 09:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top