কলকাতা, ১৩ মে- মমতা সরকার প্রয়োজনীয় অনুমতি দেয়নি৷ তাই বাধ্য হয়েই বারুইপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভা বাতিল করা হল৷ ট্যুইট করে সভা বাতিলের কথা জানিয়ে দিল বিজেপি। বারুইপুরের সভা বাতিল বলেও পূর্ব নির্ধারিত বাকি দুটি সভা হবে৷ জানানো হয়েছে বিজেপির ট্যুইটারে৷ সোমবার যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরার সমর্থনে বারুইপুরের সীতাকুণ্ডে সভা করার কথা ছিল বিজেপি সভাপতি অমিত শাহের৷ মিলেছিল সভার জন্য ব্যক্তিগত মালিকানাধীন মাঠের অনুমতিও৷ কিন্তু রবিবারই মাঠের মালিক জানিয়ে দেন সেই অনুমতি তিনি বাতিল করেছেন৷ পুলিশের তরফে বিষয়টি জানানো হয় বিজেপি রাজ্য নেতৃত্বকে৷ ওই মাঠেই হেলিপ্যাডও তৈরি করা হয়৷ মাঠের অনুমতি বাতিল হওয়ায় কোথায় অমিত শাহের সভা হবে, হেলিকপ্টারই বা কোথায় নামবে তা নিয়ে ঘোর বিপাকে দলের রাজ্য নেতারা৷ সম্পূর্ণ ঘটনা জানানো হয়েছে দলের সর্বভারতীয় সভাপতিকে৷ তারপরই সভা বাতিলের সিদ্ধান্ত নেন অমিত শাহ৷ আর/০৮:১৪/১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LDr09O
May 13, 2019 at 09:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top