কলকাতা, ০৯ মে- কেউ চোখ দেখালে চোখের পাতা নামিয়ে দেওয়ার হুমকি দিলেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, হাত তুললে হাত নামিয়ে নেওয়ার পরামর্শও দিলেন কর্মীদের। সেইসঙ্গে এদিন গড়বেতায় প্রচারে এসেও নকুলদানা তত্ত্ব আওড়ে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বিজেপি যতই বলুক, এবার তারা আর ক্ষমতায় আসছে না। বীরভূমের দুটি আসনের একটিতে চার লাখ ও অপরটিতে সাড়ে তিন লাখ ভোটে জেতার দাবিও করলেন তিনি। পাশাপাশি যে ঝাড়গ্রাম লোকসভা আসনের জন্য এদিন তিনি গড়বেতায় প্রচারে এসেছিলেন সেখানেও দুই থেকে আড়াই লক্ষ ভোটে জেতারও দাবি করেছেন অনুব্রত। বুধবার বিকেলে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে প্রচারে যান অনুব্রত মণ্ডল। সেখানেই তিনি বলেছেন, আমরা তৃণমূল করি। সাধারণ মানুষের সঙ্গে থাকি। ভয় পায় না। তবে ভয় দেখালে ছাড়ব না। চোখ দেখালে পাতা নামিয়ে দেব। হাত তুললে নামিয়ে নেবেন। ভয় পায় না। জীবনে কোনওদিন ভয় পায়নি। এখনও পাব না। এদিন গড়বেতায় একাধিক সভা করার পাশাপাশি রোড শো করেন তিনি। হুডখোলা জিপে বাঁকুড়া সীমান্তে ধাদিকা থেকে গড়বেতার ফতেসিংপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রোড শো হয়। ফতেসিংপুরের সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্য করে তিনি নকুলদানা বিলি করারও পরামর্শ দেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়েও সরব হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী অন্যায় করলে ছাড়বেন না বলে কর্মীদের বলেছেন, ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। এদিনের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করেছেন তিনি। প্রধানমন্ত্রীকে দাঙ্গাবাজ ও মিথ্যাচারী বলেও মন্তব্য করেছেন। সম্প্রতি ঘাটালের বিজেপি প্রার্থী কেশপুরে এসে তৃণমূল কর্মীদের কুকুরের মতো মারার হুমকি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে অনুব্রতবাবু বলেছেন, মেদিনীপুরের মানুষ তাকে শুয়োরের মতো মারবে। এদিন গড়বেতায় একাধিক সভা করেন অনুব্রত। তার সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক আশীষ চক্রবর্তী, নির্মল ঘোষ, অসীম ওঝা, সেবাব্রত ঘোষ প্রমুখ। আর/০৮:১৪/০৯ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LtTse5
May 09, 2019 at 03:39PM
09 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top