ডাবলিন, ১৩ মে- ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারায় উইন্ডিজ। উড়ন্ত সূচনা করা ক্যারিবীয়দের পরের ম্যাচে মাটিতে নামায় টাইগাররা। তাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লজ্জা দেয় মাশরাফি বাহিনী। এতে ৪ পয়েন্ট পকেটে পুরে লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালে ওঠার রেশেই ছিল বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ২ পয়েন্ট ঝুলিতে আসে টাইগারদের। সেই সঙ্গে অপেক্ষা বাড়ে। গেল শনিবার আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে উইন্ডিজ। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে হোল্ডার বাহিনী। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে আইরিশরা। আর দুই ম্যাচে ৬ পয়েন্ট বাংলাদেশের। তাই এ ম্যাচে জিতলেই ফাইনালে উঠে যাবে মাশরাফির দল। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে থাকতে পারে চমক। এ সম্ভাবনা প্রবল। অনুশীলনে কোমরে ব্যথা পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই ফাইনালে ওঠার ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। তবে চমক হতে পারে সাইফউদ্দিনের বদলি খেলোয়াড়টি। ওয়েস্ট ইন্ডিয়ানদের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না রুবেল হোসেন। কিছুটা সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভোগা এই পেসারের সম্ভবত এ ম্যাচে মাঠে নামা হচ্ছে না। ফলে চমক হয়ে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া আবু জায়েদ রাহীর ওয়ানডে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ডাবলিনের ম্যালাহাইডে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এটিও বিগ স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রান পেয়েছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে স্কোয়াডে থাকা নতুন খেলোয়াড়দের নামিয়ে পরখ করতে চেয়েছিলেন কোচ স্টিভ রোডস। বৃষ্টিতে সেই ম্যাচ ভেসে যাওয়ায় তা সম্ভব হয়নি। তবে এ ম্যাচ গুরুত্বপূর্ণ হওয়ায় সম্ভবত কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাবে না বাংলাদেশ। শুধু চোট পাওয়া সাইফউদ্দিনের জায়গায় একটি পরিবর্তন আসতে পারে। ঢুকতে পারেন আবু জায়েদ। আবার সাইফ থেকেই যেতে পারেন। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি/মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান। এমএ/ ০২:৫৫/ ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2E5JlGe
May 13, 2019 at 10:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top