মুম্বাই, ১৪ মে- ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের লক্ষ্মৌতে সমাজবাদী পার্টি (সপা) থেকে প্রার্থী হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার মা পুনম সিনহা। অন্যদিকে, বিহারের পাটনা সাহিব লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন সোনাক্ষীর বাবা হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বিজেপির সাবেক সাংসদ শত্রুঘ্ন সিনহা। কিন্তু দুজনের কেউই জয়ের দেখা পাননি। ভারতীয় গণমাধ্যমে খবর, পটনা সাহিব কেন্দ্রে বিজেপি প্রার্থী রবি শংকর প্রসাদ ৫,৯৫,৪৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সেখানে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া শত্রুঘ্ন সিনহা পেয়েছেন ৩,১৭,২৯২ ভোট। অন্যদিকে, লক্ষ্মৌতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমে হেরে গেছেন সোনাক্ষীর মা সপা প্রার্থী পুনম সিনহা। রাজনাথ সিংহের ৬ লাখ ৩৩ হাজার ভোটের বিপরীতে পুনম সিনহা পেয়েছেন ২৬ ভোট। অন্যদিকে ২ লাখ ৮৫ হাজার ভোট। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বাবা শত্রুঘ্ন সিনহার ভোটের প্রচারে দেখা না গেলেও মা পুনম সিনহার হয়ে একাধিক রোড শোতে অংশ নিয়েছিলেন সোনাক্ষী সিনহা। এমএ/ ০৪:০০/ ২৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YF9G5I
May 24, 2019 at 12:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন