লন্ডন, ২৭ মে- বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে বল গড়ানো তো দূরে থাক টসও হয়নি। তবে আসরটি নিয়ে টাইগাররা বেশ আত্মবিশ্বাসী। এমনকি নিজেরা যথেষ্ট প্রস্তুত রয়েছে বলে মনে করেন হেড কোচ স্টিভ রোডস। বিশ্বকাপের আগে অবশ্য দারুণ একটি টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। ইংল্যান্ড ও ওয়েলসের কাছাকাছি কন্ডিশন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দাপটের সঙ্গে শিরোপা ঘরে তোলে টাইগারবাহিনী। তাই বিশ্বমঞ্চ শুরুর আগে দল ঠিক পথে আছে বলে মনে করেন রোডস। এছাড়া দলনেতা মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে টাইগাররা আত্মবিশ্বাসীও বলে মনে করছেন এই ইংলিশম্যান। আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রোডস বলেন, দলের সবাই আত্মবিশ্বাসী। তবে আমরা সতর্ক, কেননা আমরা সেরা কয়েকটা দলের সঙ্গে খেলতে যাচ্ছি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তবে তাদের ভয় পাই না। তবে আমরা ছোট দল হিসেবে খেলতে যাচ্ছি, আসলে আন্ডারডগ হিসেবে খেলার উপকারিতা আছে। এক বছরের কম সময়ে বাংলাদেশ কোচিংয়ে দারুণ মানিয়ে নিয়েছেন রোডস। তার সঙ্গে ওয়ানডে অধিনায়ক মাশরাফিরও রসায়নটা বেশ জমেছে। রোডস বলেন, মাশরাফি যোদ্ধার মতো দলকে নেতৃত্ব দেয়। পরিস্থিতি বিবেচনা করে সে দলকে পথ দেখায়, সবাই তাকে খুব শ্রদ্ধাও করে। সে নিজে যা করে না, অন্যদের তা করতেও বলেন না। দলের সবাই তাকে দারুণ সমর্থন করে। আর আমি জানি অধিনায়ক হিসেবে এটি খুব ভালো একটি গুণ। আমি শুধু চেষ্টা করি তাদের সাথে সম্পর্কটা ভালো রেখে সমর্থন দেওয়ার। এদিকে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানেরও প্রশংসা করেছেন রোডস, সাকিব একজন ট্যাকটিকাল অধিনায়ক, সে প্রতিপক্ষকে বুঝতে পারে এবং সঠিক সময় কি করতে হবে তা জানে। ফলে তাদের দুজনের সঙ্গে আমার দুভাবে কাজ করতে হয়। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেনিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৮ মে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে গা গরম করবেন মাশরাফিরা। এমএ/ ১১:৪৪/ ২৭ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2HYooxX
May 27, 2019 at 07:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন