কলকাতা, ০২ এপ্রিল- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার ( তৃণমূলের) জেলা সভাপতির যা যোগ্যতা নরেন্দ্র মোদির তা নেই। বিজেপি সরকারের পতন নিশ্চিত বলে আরও একবার দাবি করলেন মমতা। বুধবার হাওড়ার আন্দুলে এক নির্বাচনী সভায় তিনি বলেন, রাজনীতি থেকে বিজেপি সরকারের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। তারপর রাজ্য ধরে হিসাব দিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় দুটো আসন ছিল। এবার গোল্লা পাবে। বিজেপি সরকারের ব্যর্থতার উল্লেখ করে তিনি বিজেপির দুই প্রধান মুখ মোদি ও অমিত শাহের প্রশাসনিক যোগ্যতার কথা বলেন। তৃণমূলনেত্রীর কথায়, ভোটের আগে আবার অযোধ্যায় গিয়ে রামমন্দির তৈরির কথা বলছেন। পাঁচ বছরে হাতের আঙুলের মাপের একটা মন্দিরও বানাতে পারেননি। অপদার্থগুলো কিছু করতে পারে না।তারপরই মমতার মন্তব্য, ফেল করবে। পুরো ফেল করবে। রাজ্যে নির্বাচনী প্রচারে একাধিকবার টিএমসি ট্যাক্স-এর অভিযোগ করেছেন বিজেপি নেতৃত্ব। এদিনও রাজ্যে প্রচারে এসে অমিত শাহ বলেন, এখানে সব কিছুতেই টিএমসি-কে ট্যাক্স দিতে হয়। তার জবাব দিয়ে তৃণমূলনেত্রী বলেন, আমরা কোনও ট্যাক্স বসিয়েছি? ডিজেলের দাম আমি বাড়িয়েছি? গ্যাসের দাম ৪০০ টাকা থেকে ১০০০ টাকা করেছেন নরেন্দ্র মোদি। আমরা কোনো দাম বাড়াইনি। আমরা বিনাপয়সায় মানুষকে চিকিৎসা দেই, শিক্ষা দেই, সবুজসাথী দেই। তারপরই মমতা বলেন, মুখে শুধু ঝুরঝুরে ফুরফুরে মিথ্যা কথা। তাদের হচ্ছে তোতাপাখির ভোঁতা বুলি। লজ্জা নেই। প্রধানমন্ত্রী শুধু মিথ্যা বলেন। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক প্রচারের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, কয়েকটা চোর, ডাকাত, চম্বলের ডাকাতকে ধরে এনে বলছে দাঙ্গা কর। মুখ্যমন্ত্রী বলেন, একজন হিন্দু বিপদে পড়লে আমার যা লাগবে, মুসলমানের বিপদ হলেও আমার তেমনই লাগবে। আমি সবার জন্য। আমি যতক্ষণ চেয়ারে আছি, আমি সবার জন্য। আর/০৮:১৪/০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GXx6xl
May 02, 2019 at 04:11PM
02 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top