নানা কর্মসুচিতে জেলায় ‘মা’ দিবস পালিত

মা তো মা’ই, মায়ের প্রতি ভালবাসা অনুভূতি প্রকাশের জন্য কোন দিন লাগেনা। মা প্রতিদিনের জন্য, আর মায়ের ভালবাসা প্রাপ্তির অধিকারটাও প্রতিদিনের। তবুও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জে রবিবার নানান কর্মসুচিতে ‘বিশ্ব মা দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস। সভায় উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ মার্জিনা হক, সহকারি কমিশনার নিশাত আনজুম অন্যন্যা, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা প্রমুখ।

এদিকে এর আগে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে মা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার কর্মকর্তা সুফিয়া খাতুন, মাঠ সমন্বয়কারী কবির হোসেন, আইটি এ্যাসিস্টেন্ট প্রোগ্রামার তাসরিনা সুলতানা, আইটি প্রশিক্ষক রেহনাজ বন্যা, নকশি কাঁথা প্রকল্প প্রশিক্ষক সিনুরা বেগম, সহকারী প্রশিক্ষক মনিরা খাতুন।
সভায় সন্তান লালন পালনসহ সমাজে মায়েদের অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এদিকে, মা দিবসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষ মায়ের প্রতি ভালবাসা জানিয়ে পোস্ট দিয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2LCmk3S

May 12, 2019 at 08:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top