মুম্বাই, ২৬ মে- আলি আব্বাস জাফরের আসন্ন ছবি ভারত এ অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। এ ছবিই হতে পারতো তার বলিউডের কামব্যাক প্রজেক্ট। সালমান খান নিজেই চেয়েছিলেন প্রিয়াঙ্কা অভিনয় করুন। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সে সময় ছবিটি থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। প্রিয়াঙ্কার জায়গায় ক্যাটরিনা কাইফকে কাস্ট করা হয়। কিন্তু এতো কিছুর পরেও প্রিয়াঙ্কা এ ছবির প্রচারে যুক্ত থাকুন, চাইছেন সালমান। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, প্রিয়াঙ্কা এ ছবিতে অভিনয় করেনি ঠিকই। কিন্তু স্ক্রিপ্ট পড়েছিল। ওর ভালো লেগেছিল স্ক্রিপ্ট। ফলে ও তো প্রচারে অংশ নিতেই পারে। ২০১৮ সালের শেষে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। সে সময়ই ভারতর শুটিং হয়েছিল। ফলে কেরিয়ার নয়, ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দিয়েছিলেন নায়িকা। প্রাথমিক ভাবে সে সব নিয়ে সালমান-প্রিয়াঙ্কার মধ্যে মনোমালিন্য হলেও পরে তা মিটে যায়। প্রিয়ঙ্কার বিয়েতেও গিয়েছিলেন ভাইজান। এমনকি তার এই সিদ্ধান্তের প্রশংসাই করেছেন সল্লু মিঞা। বলেন, প্রথম থেকেই প্রিয়াঙ্কা পরিশ্রম করে কাজ করেছে। ও যখন জীবনের সবচেয়ে বড় সিনেমার অফার পেল তখনই বিয়ে করবে বলে সেই অফার ছেড়ে দিল। হ্যাটস অফ। সাধারণত লোকে সিনেমার জন্য হাজব্যান্ডকে ছেড়ে দেয়। একটি কোরিয়ান ছবির রিমেক ভারত। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো। এমএ/ ০৩:৩৩/ ২৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2X6GzI5
May 26, 2019 at 11:37AM
26 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top