অদিতি রাও হায়দারি। বলিউড অভিনেত্রী। বেশ লাজুক আর মার্জিত হিসাবেই পরিচিত তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেরগোপন কথা ফাঁস করলেন এইঅভিনেত্রী। অদিতি বলেন, ইয়ে শালি জিন্দগি ছবিতে অডিশনের সময় একজন অপরিচিতের সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ হতে হয়েছিল। মেক আউট করার অভিনয় করতে হয়েছিল। অভিনেতাকে না চেনায় প্রথমে একটু অসুবিধায় পড়েছিলেন তিনি, জানান অদিতি। কিন্তু সহ-অভিনেতা ছিলেন অত্যন্ত ভদ্র। অরুণোদয় সিংহের সঙ্গে অদিতি ইয়ে শালি জিন্দগি ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবির অডিশনের কথাই সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন তিনি। আসলে অরুণোদয় সিংহের সঙ্গে তাঁর পরিচয় ছিল না, তাঁর বার বার মনে হচ্ছিল, সমস্যা হতে পারে, কিন্তু সহ-অভিনেতা অত্যন্ত মার্জিত হওয়ায় অভিনয়ে স্বচ্ছন্দ ছিলেন তাঁরা। সাক্ষাৎকারে অদিতি এও বলেন, মণিরত্নমের বম্বে ছবি দেখেই সিনেমার প্রতি আকর্ষণ জন্মায় তাঁর। এমএ/ ০৪:০০/ ২০ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/30thBVr
May 20, 2019 at 12:04PM
20 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top