ডাবলিন, ১৭ মে- পরপর ছয়বার ফাইনালে হেরে শিরোপাস্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ দলের। সপ্তম ফাইনালে শিরোপার আশা নিয়ে ডাবলিনের মাঠে নেমেছে মাশরাফি বাহিনী। কিন্তু ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ ছিল। তবে কয়েক ঘণ্টা পর বৃষ্টি থামলে আম্পায়ারের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ২৪ ওভারে নামিয়ে আনা হয়। নির্ধারিত ২৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে। প্রথম শিরোপা জিততে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি মাশরাফিদের লক্ষ্য দাঁড়িয়েছে ২১০ রান। তবে ম্যাচটি যদি পরিত্যক্ত হলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল। কারণ লিগ পর্ব শেষে ১৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল। আর ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি থামায় সেটা আর হয়ে ওঠেনি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে দুর্দান্ত ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। দেদারসে রান তুলেছে তারা। দুই ওপেনার শাই হোপ আর সুনিল আমব্রিস দুজনই ব্যক্তিগত অর্ধশত পূরণ করেছেন। পরে মিরাজ একটি উইকেট শিকার করেন। এমএ/১১:০০/ ১৭ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2JN4WXB
May 17, 2019 at 07:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top