লন্ডন, ২৮ মে- কিছুক্ষণ পরই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। নামে প্রস্তুতি ম্যাচ হলেও আসল তো ময়দানি লড়াই। এ লড়াইয়ে কে-ই বা কাকে ছাড় দিতে চাইবে।আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে অংশগ্রহণ করতে ইংল্যান্ডে বাংলাদেশ। মূল অভিযান শুরুর কিছুক্ষণ পরই ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। নামে প্রস্তুতি ম্যাচ হলেও আসল তো ময়দানি লড়াই। এ লড়াইয়ে কে-ই বা কাকে ছাড় দিতে চাইবে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয়আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। দুটি ম্যাচই এশিয়ার অন্য দুই পরাশক্তি পাকিস্তান ও ভারতের বিপক্ষে। এখানে ম্যাচ খেলতে গিয়ে চোট হানা দেয় কিনা, সেই শঙ্কা ছিল। কিন্তু বিশ্বকাপের দেশে ম্যাচ অনুশীলনও গুরুত্বপূর্ণ। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে। বাংলাদেশ এখন অপেক্ষায় ভারতের বিপক্ষে মাঠে নামার। অর্থাৎ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার চেয়ে বড় সুযোগ আর কী-ই বা হতে পারে। মিরাজ-সাব্বিরের কাছেও তাই এই ম্যাচ নিয়ে প্রত্যয়ের কথা শোনা গেছে। কিন্তু টাইগার দলপতি মাশরাফির সমীকরণের কথা জানলে নিশ্চয়ই চোখ কপালে উঠবে। কারণ তিনি যে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি হারতে চান। মাশরাফি কেন হারতে চান, সেটির দুটি যুক্তি আছে তার কাছে। প্রথমত, হারলে নিজেদের ভুলগুলো খুব ভালোভাবে চোখে পড়ে, আসল ম্যাচের আগে যেটা শুধরে নেওয়া যায়। দ্বিতীয়ত, মানসিক জড়তা কেটে যায়। আরেকভাবে বললে, কুফা কেটে যায়! অনুশীলনের ফাঁকে ড্রেসিংরুমের নিচে দাঁড়িয়ে মাশরাফি মনে করিয়ে দেন ২০১৫ বিশ্বকাপের কথা। ব্রিসবেনে প্রায় দুই সপ্তাহ প্রস্তুতি ক্যাম্পের পর বাংলাদেশ টানা চারটা প্রস্তুতি ম্যাচ হেরেছিল। বাংলাদেশকে তাই বিশ্বকাপ শুরু করতে হয়েছিল টানা হারের যন্ত্রণা নিয়ে। টানা হেরেছিলাম বলে অনেক কথা উঠেছিল। বিশ্বাস করবেন কি না জানি না, আমি খুব খুশি হয়েছিলাম! প্রস্তুতি ম্যাচ হেরেছিলাম বলেই তো বিশ্বকাপটা ভালো খেলেছিলাম! -মাশরাফি ফিরে যান চার বছর আগে। এই ইংল্যান্ডে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশ ভারত-পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচই হেরেছিল। এবার অবশ্য কমই প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে। আজ কার্ডিফে ভারতের বিপক্ষে ম্যাচের পর শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। মাশরাফি অবশ্য এত প্রস্তুতি ম্যাচ খেলার প্রয়োজনীয়তাও দেখেন না, পাঁচটা আন্তর্জাতিক ম্যাচ খেলার পর প্রস্তুতি ম্যাচ না খেললেও চলে। হ্যাঁ, কোচের জন্য গুরুত্বপূর্ণ। তিনি কিছু খেলোয়াড়কে দেখতে চান। কয়েকটি পজিশন নিয়ে আরও নিশ্চিত হতে চান। তার দৃষ্টিকোণ থেকে প্রস্তুতি ম্যাচ গুরুত্বপূর্ণ। কিন্তু খেলোয়াড়েরা তো টানা খেলার মধ্যেই আছে। জানেন, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বারবার বৃষ্টিতে ম্যাচ পেছাচ্ছিল বলে ওয়েস্ট ইন্ডিজ গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়কে মাঠেই নামাতে চায়নি। যদি চোটে পড়ে যায় কেউ! চোটে পড়ার আশঙ্কা তো আমাদেরও ছিল। মাশরাফির কাছে এখন মানসিকভাবে চিন্তামুক্ত আর শতভাগ ফিট থাকাটাই বড় টনিক। তাই বলে আজ ভারতের বিপক্ষে বাংলাদেশ হারতে মাঠে নামবে? যে ম্যাচই হোক, হারতে কোনো দল খেলতে নামে না। মাশরাফিরাও নামবেন না। তবে হ্যাঁ, চাপমুক্ত হয়ে খেলবেন। এমএ/ ০২:৩৩/ ২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2K94O4X
May 28, 2019 at 10:39AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন