সম্প্রতি আইপিএলের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক (একাংশ) নেস ওয়াদিয়াকে মাদক দ্রব্য সঙ্গে রাখার অপরাধে দুই বছরের সাজা দেয় জাপানের আদালত। নেস ওয়াদিয়ার এমন গর্হিতকর কাজের জন্য আইপিএলের সুনাম নষ্ট হয়েছে। যে কারণে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে দেশটির সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে, পাঞ্জাবের ফ্রাঞ্চাইজি মালিক নেস ওয়াদিয়ার কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইপিএলের সুনাম নষ্ট হয়েছে। যে কারণে বোর্ডের কর্তাব্যক্তিরা আইপিএল থেকে পাঞ্জাবকে নির্বাসনে পাঠানোর চিন্তাভাবনা করছেন। আইপিএলের ফ্রাঞ্চাইজি দলগুলোর জন্য যে গঠনতন্ত্র রয়েছে, সে অনুযায়ী কোন ফ্রাঞ্চাইজি মালিকের আচরণে যদি মাঠে বা মাঠের বাইরে আইপিএলের সুনাম নষ্ট হয় তাহলে সেই ফ্রাঞ্চাইজিকে নির্বাসনে পাঠাতে পারবে আয়োজকরা। প্রসঙ্গত গত মার্চ মাসে ২৫ গ্রাম ক্যানাবিস রেসিনসহ ধরা পড়েন নেস ওয়াদিয়া। তার পরেই তাকে গ্রেপ্তার করা হয়। জাপানি পুলিশের কাছে ওয়াদিয়া অপরাধ স্বীকার করে জানিয়েছেন নিজের ব্যবহারের জন্য ওই ড্রাগ পকেটে রেখেছিলেন তিনি। এমএ/ ০৪:৪৪/ ০২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Y8l8H1
May 02, 2019 at 10:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন