ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালের নাটকীয় ম্যাচে লাসিথ মালিঙ্গার শেষ ওভারে ১ রানের অবিশ্বাস্য জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। এ নিয়ে চারটি শিরোপা ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ান্স। এমন নাটকীয় ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মেনে নিয়েছেন ভুলের মিছিলে মেতেছিল দুই দলই। মুম্বাই মাঠে ভুল কম করায় শিরোপা জিততে পেরেছে। আর হারের জন্য নিজ দলের মিডল অর্ডারকেও দায়ী করেন ধোনি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মহেন্দ্র সিং ধোনি বলেন, দল হিসেবে আমাদের মৌসুমটা ভালো কেটেছে। তবে আপনি যদি পেছন ফিরে তাকান, তাহলে দেখতে পাবেন এবারের আসরটা এমন ছিলো না যেখানে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। আমাদের মিডল অর্ডার কিছুই করতে পারেনি এবার, তবু আমরা উৎরে গেছি। আজকের (ফাইনাল) ম্যাচটিতে আমাদের আরও ভালো করা উচিৎ ছিলো। এসময় ফাইনাল ম্যাচটিকে ফানি গেম উল্লেখ করে ধোনি বলেন, পুরো ম্যাচটা ছিলো খুবই ফানি গেম। দুই দলই ট্রফিটা একে অপরের দিকে ঠেলে দিচ্ছিল। দুই দলই অনেক ভুল করেছে। শেষপর্যন্ত কম ভুল করায় শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে আমাদের বোলাররা বেশ ভালো করেছে। এমন উইকেটে ১৫০ রানের নিচে আটকে রাখা দুর্দান্ত ব্যাপার ছিল। এমএ/ ০১:৫৫/ ১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PXTtFA
May 13, 2019 at 10:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top