লন্ডন, ২৮ মে- বিশ্বকাপের দামামা বাজতে ঠিক মত দুই দিনও বাকি নেই আর। চূড়ান্ত পর্বের আগে বর্তমানে দলগুলো ব্যস্ত সময় পার করছে প্রস্তুতি ম্যাচে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে আজ মঙ্গলবার (২৮ মে) ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ওয়েলসের কার্ডিফের সোফিয়া গার্ডেনস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে । ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক শিরোপা জিতেছে টাইগাররা। সেটিও আবার অপরাজিত থেকে। টাইগার বোলাররা আছেন দারুণ ফর্মে আর ব্যাটসম্যানদের ব্যাটেও আসছে ধারাবাহিক রান। সব মিলিয়ে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ আছে দুর্দান্ত ফর্মে। পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকার কথা ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানের। আরেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও ছিল শঙ্কা। দুজনই ইনজুরির কারণে সম্পূর্ণ ফিট ছিলেন না। তবে ভারতের বিপক্ষে সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামতে পারেন এই দুই টাইগার। অন্যদিকে টাইগার ম্যানেজমেন্ট আছে এক মধুর সমস্যায়। সাত নাম্বারে টাইগারদের হয়ে নিয়মিত খেলে আসছেন সাব্বির রহমান। তবে ত্রিদেশীয় সিরিজে মোসাদ্দেক হোসেনের সৈকতের দায়িত্বশীল ব্যাটিং এবং কার্যকরী অফ স্পিনের জন্য দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন তিনিও। মূল আসরে ম্যানেজমেন্ট দুজনকে খেলাতে পারবেন না একসাথে। একজনকে চান্স পেতে হলে খারাপ খেলতে হবে অপরজনকে। তবে, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দেখা যেতে পারে দুজনকেই। অন্যদিকে অনেকটা মুদ্রার অপর পিঠ দেখছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে সিরিজ হেরেছে। আর নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অনেকটা নাকানি চুবানি খেয়ে হেরেছে ভারত। ট্রেন্ট বোল্ট এবং জেমস নিশামের বোলিং তোপের সামনে পড়ে মাত্র ৩৯ রানে ভারতের টপ অর্ডারের চার ব্যাটসম্যান ফিরে যান ড্রেসিং রুমে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানরা দলের হাল ধরলে শেষ পর্যন্ত ১৭৯ রানে থামে ভারতীয় ইনিংস। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়েই জয় তুলে নেয় কিউইরা। ইনজুরির কারণে কিউইদের বিপক্ষে খেলতে নামেননি ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর। বাংলাদেশের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে কিনা তা নিয়েও কোনো কথা বলেনি ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট। আদতে প্রস্তুতি ম্যাচ হলেও একে অপরকে ছাড় দিতে নারাজ দুদলই। ভৌগলিক অবস্থান পাশাপাশি হওয়ায় দুদেশের দ্বৈরথটা বেড়ে যায় সব সময়। হোক সেটা প্রস্তুতি ম্যাচ কিংবা বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এ ম্যাচে টাইগাররা নিজেদের সেরা একাদশ বেছে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামবে। আর ভারত চাইবে নিজেদের ধারাবাহিকতা ফিরে পেতে। দুই দলের শেষ দেখায় অবশ্য শেষ হাসিটা হেসেছিল ভারতই। তবে এবার নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশও। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে রবিবার (২৬ মে) বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টি বাগড়ায় ওয়ার্মআপ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৮ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KdAvKx
May 28, 2019 at 05:19AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন