কলকাতা, ২০ মে- রবিবার ১৭তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে৷ নির্বাচনের বুথ ফেরত সমীক্ষাগুলি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো খবর শোনায়নি৷ সমীক্ষাগুলি রাজ্যে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির কথাই বলেছে৷ রাজনৈতিক মহলের মতো চিন্তায় রয়েছে মমতা৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে ৮ বছর সম্পূর্ণ করেছে আজ৷ সোমবার (২০ মে) ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনটি নিয়ে বিশেষ বার্তা দিয়ে বলেছেন, ২০১১ সালের ২০মে প্রথম মা, মাটি, মানুষ সরকার শপথ গ্রহণ করে। গত আট বছরে আমরা নিরলস পরিশ্রম করে গিয়েছি, বাংলার মানুষের উন্নতির স্বার্থে। আমাদের লক্ষ্য একটাই বাংলা হবে বিশ্ব বাংলা। বাংলা হবে বিশ্ব সেরা৷ কয়েকটি বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করেছে রাজ্যে বিজেপি ২৩টি আসন পেতে পারে ঠিক যেমনটি পূর্বাভাস দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ মুখ্যমন্ত্রী অবশ্য বুথ ফেরত সমীক্ষা সম্পর্কে বলেছেন, এই বুথ ফেরৎ সমীক্ষা হল ইভিএমকে এদিক-ওদিক করা বা সরিয়ে দেওয়ার চেষ্টা। এই গুজবে বিশ্বাস করা উচিত নয়। তবে, সোমবার বিকেলে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য মুখ্যমন্ত্রীকে হয়তো ভাবাবে৷ দিলীপ বলেছেন, অন্যদলের বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন৷ বুথ ফেরৎ সমীক্ষার ফল দেখে ওরা বিজেপিতে আসছে চাইছেন৷ নির্বাচনী প্রচার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মমতাকে ২৩ মের পর সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন৷ কয়েক ধাপ অগিয়ে দিলীপ সোমবার বলেছেন, অন্যান্য দলের ফোন তিনি আগে থেকেই পান৷ প্রধানমন্ত্রী বললেন যে তাঁর কাছে ৪০ জন (বিধায়কের) খবর পৌঁছেছে৷ এখানে তো ১০০ জনের খবর আছে৷ এখানকার খবর দিল্লি গিয়েছে৷ এই নির্বাচনী চাপের মুখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষ সরকার ৮ বছর সম্পূর্ণ করেছে সোমবার৷ ২০১১ সালে মমতার দেওয়া জ্বালাময়ী মা-মাটি-মানুষ স্লোগানকে বাংলায় এসেই ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলেছেন মোদী৷ বারবার মমতার সরকারকে তোলাবাজ এবং সিন্ডিকেট-রাজের সরকার বলেছেন৷ নারদা-সারদা কেলেঙ্কারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী চৌকিদারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন গণতন্ত্রের থাপ্পড় মারবেন৷ সারা দেশ দেখেছে মোদী-মমতার লড়াই৷ তবে রাজনৈতিক মহলের বক্তব্য, আট বছরের মাথায় সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে মমতার সরকার৷ বাঁচাতে পারেন তিনিই৷ মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্র: বিডি২৪লাইভ আর এস/ ২০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EkysjL
May 20, 2019 at 06:33PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.