জেলায় শ্রমিক দিবস পালিত

মেহনতি শ্রমিকদের অধিকার আদায়ের দিন মহান শ্রমিক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরের শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার  মাহবুব আলম খান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি এ্যাড. এফ কে এম লুৎফর রহমান,  ট্রাক মালিক গ্রুপের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ, জেলা  ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি  সাইদুর রহমান, জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক  সুলতান আলম।
র‌্যালিতে, মটর শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, ইমরাত নির্মাণ শ্রমিক ইউ্িনয়ন, জেলা পেইন্টার সমিতি, স্বর্ণ শিল্প শ্রমিক, জেলা হোটেল শ্রমিক কল্যাণ সমিতিসহ অন্যান্য শ্রমিক সংগঠন অংশগ্রহণ করে।

এদিকে ইমরাত নির্মাণ শ্রমিক ইউ্িনয়ন বাংলাদেশ (ইনসাব) এর উদ্যোগে সকালে শান্তি মোড় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে ইমরাত নির্মাণ শ্রমিক ইউ্িনয়নের উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শঙ্কর কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এরফান আলী, ইনসাবের প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী লুনা ট্রেডার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, অলিম্পিক সিমেন্টের আঞ্চলিক ব্যাবস্থাপক মিরাজ পারভেজ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সহ সভাপতি মজিবুর রহমান ভিক্ষু, এমরান আলী, মতিউর রহমান মতিন প্রমুখ। আলোচনা সভা শেষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কল্যান তহবিল থেকে নির্বাচিত সদস্যদের চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, কণ্যার বিয়ের জন্য অর্থ সহায়তার চেক তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2VcwKM9

May 01, 2019 at 12:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top