বিশ্বকাপের আগে টাইগারদের জন্য স্বস্তির খবর। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে জয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মাশরাফি বিন মুতর্জার নেতৃত্বাধীন দলের জন্য এটা আরও একটি সুখবর। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত বাংলাদেশ দল ওয়ানডে ম্যাচ খেলেছে ২৭টি, তার মধ্যে জয় পেয়েছে ১৭টিতে। সবশেষ ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে আয়ারল্যান্ডের মাঠে দাপুটে ক্রিকেট খেলে উইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো শিরোপা জিতল টাইগাররা।গত ১৭ মাসের হিসেবে ম্যাচ জয়ের দিক থেকে বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি এ পর্যন্ত ৩৩ ম্যাচ খেলে ২২টিতে জয় পেয়েছে। জয়ের দিক থেকে সবার ওপরে আছে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের স্বাগতিকরা গত জানুয়ারি থেকে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৪টিতে জয় পেয়েছে। সূত্র: যুগান্তর আর এস/ ২০ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VFnETa
May 20, 2019 at 05:17PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন