কলকাতা, ২১ মে- ২১ মে, ২০১৯ অর্থাৎ আজই মাধ্যমিক পরীক্ষার (Madhyamik examination) ফলাফল ঘোষণা করবে সরকার। পশ্চিমবঙ্গে মাধ্যমিকের বিস্তারিত ফলাফল প্রথম সাংবাদিক সম্মেলনে সকাল ৯ টার সময় ঘোষণা করা হবে এবং এরপর বেলা ১০ টা নাগাদ সকলের ডিটেলস ফলাফল সমস্ত পোর্টালে প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণার পর, পর্ষদ (WBBSE) নির্ধারিত সমস্ত ক্যাম্প অফিস থেকে একই দিনে সকাল ১০ টার সময় ছাত্র ছাত্রীদের মার্কশিট ও অন্যান্য শংসাপত্র বিতরণ করবে তারা। ছাত্রছাত্রীরা তাঁদের নিজস্স শিক্ষা প্রতিষ্ঠান থেকেই নিজের শংসাপত্র সংগ্রহ করতে পারেন। মাধ্যমিকের ফলাফল হবে পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইটে, wbbse.org, এবং পশ্চিমবঙ্গে পরিচালিত পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক পোর্টাল wbresults.nic.in-ইত্যাদি এর মাধ্যমে। ওয়েবসাইট ছাড়াও আপনি এসএমএসের মাধ্যমেও ফলাফল জানাতে পারবেন । WB রোল নম্বর পাঠিয়ে দিতে হবে ৫৪২৪২/ ৫৬২৬৩/৫৮৮৮৮ নম্বরে। এছাড়াও প্রয়োজন হলে আপনার মোবাইল নম্বরটি প্রি রেজিস্টার করতে পারেন, এতে কি হবে রেজাল্ট টা বেরনো মাত্রই এসএমএস পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য www.exametc.com-এই ওয়েবসাইটে মোবাইল নম্বর এবং রোল নম্বর দিয়ে রেজিস্টার করে রাখতে হবে। এন এ/ ২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VIgXA4
May 21, 2019 at 05:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top