লন্ডন, ৩১ মে- বিশ্ব ক্রিকেটের যে কজন উদীয়মান ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে আলোচনা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে পাকিস্তানের ফখর জামান।ম্যাচ উইনার এই ওপেনারের ব্যাটে একাধিক ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান।এমনকি বড় আসরেও তার ব্যাট হাসে। এই তরুণ ক্রিকেটারের সামনে বড় রেকর্ডের হাতছানি। বলা চলে সবাইকে ছাড়িয়ে যাওয়ার মাহেন্দক্ষণে অপেক্ষার প্রহর গুণছেন পাকিস্তানের এই ওপেনার। তবে ক্রিকেট বোদ্ধারা বলছেন রেকর্ডটা মামুলি নয়। এজন্য ফখর জামানকে ধারাবাহিক পারফর্ম করতে হবে। আগামী চার ম্যাচে খেলতে হবে বড় ইনিংস। এই চারটি ম্যাচে তিনি যদি ৩৫৮ রান করতে পারেন তাহলে ক্রিকেটের দ্রুততম সময়ে ওয়ানডেতে দুই হাজার রানের রেকর্ডটি বগলদাবা করে নেবেন ফখর। এই রেকর্ডটা এখন হাশিম আমলার। আমলা পেছনে ফেলে এই রেকর্ড করা ফখরের জন্য মোটেও সহজ নয়।কারণ আগামী চারটা ম্যাচে ফখরকে সামাল দিতে হবে বিশ্বের বাঘা বাঘা সব বোলারদের। আজ বিশ্বকাপে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ফখররা খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে আর ৭ জুন, শুক্রবার তৃতীয় ম্যাচে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১২ জুন। ফখরের জন্য এই রেকর্ড ছোঁয়া প্রায় অসম্ভব হলেও সুসংবাদ অপেক্ষঅ করছে। আগামী চার ম্যাচে ফখর জামান যদি হাশিম আমলাকে যদি শীর্ষস্থানচুত্য নাও করতে পারেন তারপরও তালিকার দ্বিতীয় স্থান থেকে পাকিস্তান কিংবদন্তি জহির আব্বাস, বাবর আজম ও ইংলিশ কিংবদন্তি কেভিন পিটারসেনকে ছাড়িয়ে যাবার সুযোগ থাকছে। সেক্ষেত্রে এবারের বিশ্বকাপের প্রথম আট ম্যাচে তাকে সেই ৩৫৮ রানই করতে হবে। ওয়ানডে ক্রিকেটে ৪০ ইনিংসে দুই হাজার রান করেছিলেন হাশিম আমলা। এটিই দ্রুততম দুই হাজার রানের রেকর্ড। আমলা ম্যাচ খেলেন ৪১টি। আমলা এক্ষেত্রে জহির আব্বাস ও পিটারসেনের রেকর্ড ভেঙেছিলেন। ৪৫ ইনিংসে এই দুই কিংবদন্তি দুই হাজার রান করেছিলেন। ঠিক ৪৫ ইনিংসে দুই হাজার রান করেন পাকিস্তান জাতীয় দলে ফখর জামানেরই সতীর্থ বাবর আজম। ফখর জামান এ পর্যন্ত ৩৬ ম্যাচ খেলে ১৬৪২ রান করেছেন। চারটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে দশটি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে দ্রুততম সময়ে হাজার রান করার বিশ্বরেকর্ডটি ফখর জামানের। মাত্র ১৮ ইনিংসে হাজার রান করেন তিনি। ১৯ ইনিংসে হাজার রান করে ঠিক তার পেছনেই রয়েছেন আরেক পাকিস্তানি ওপেনার ইমাম উল হক। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নাম লেখানো ফখরের এর আগেও কয়েকটি রেকর্ড রয়েছে। ইমাম-উল-হককে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ৩০৪ রানের পার্টনারশিপ গড়ে বিশ্ব রেকর্ড গড়েন ফখর জামান। ইনিংসে ২১০ রান করে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সাঈদ আনোয়ারের রেকর্ড ভাঙেন ফখর। প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরির ইতিহাস গড়েছেন তিনি। এন এ/ ৩১ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2QAkY8x
May 31, 2019 at 08:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন