কলকাতা, ১২ মে- কেশপুর রয়েছে কেশপুরেই৷ ভোট ঘিরে উত্তপ্ত মেদিনীপুরের কেশপুর৷ বেলা বাড়তেই শুরু হয়ে যায় বিজেপি প্রার্থীকে ঘিরে রাজ্যের শাসক দলের কর্মী, সমর্থকদের বিক্ষোভ৷ বিক্ষোভের জন্য দায়ী ঘাটালের বিজেপি প্রার্থী নিজেই৷ জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম৷ অভিযোগ, বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না৷ দলীয় সূত্রে এই খবর পেয়েই কেশপুরের চাঁদখোলায় যান ভারতী৷ নিজেই বুথে ঢুকে এজেন্টকে বসাতে চেষ্টা করেন তিনি৷ এই সময় তাঁর বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা৷ পদ্ম শিবিরের প্রার্থীকে ঘিরে ধরে শুরু হয়ে যায় রাজ্যের শাসক দলের মহিলা কর্মীদের বিক্ষোভ৷ ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান ভারতী৷ এক সময় কেঁদেও ফেলেন তিনি৷ এরপর পরিস্থিতি আরও জটিল হয়৷ দোগাছিয়ায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা হয়৷ কেশপুরের দোগাছিয়ায় ভারতীর গাড়ি ভাঙচুর৷ ইটের ঘায়ে আহত হন ভারতীর নিরাপত্তারক্ষী৷ ভারতী ঘোষকে রক্ষা করতে তাঁর নিরাপত্তারক্ষীরা শূন্যে পাঁচ রাউন্ড গুলি ছোঁড়েন বলে জানা যায়৷ গুলিবিদ্ধ হন তৃণমূল কর্মী বখতিয়ার খান৷ প্রয়োজনীয় অনুমতি না থাকায় ঘাটালের বিজেপি প্রার্থীর গাড়ি বাজেয়াপ্ত করা হয়৷ ভারতীয় অভিযোগ, আমাকে আটকে দিচ্ছে, যাতে ভোটিং টাইম চলে যায় এবং আমি কোথাও না যেতে পারি৷ আমাকে আটকে রেখে দিয়েছে যা ভোটের সময় করা যায় না৷ তবে এনিয়ে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে চান না বলেও জানিয়ে দেন৷ কেশপুর নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার পিছনে রয়েছে বিজেপি প্রার্থীর উস্কানি৷ মন্ত্রীর প্রশ্ন, এজেন্ট বসতে পারেননি বলে অভিযোগ৷ তাহলে কেন তিনি নির্দিষ্ট পক্রিয়া মেনে বিডিও, ডিএম, কমিশনকে না জানিয়ে নিজেই বুখে ঢুকে পড়লেন দলীয় এজেন্টকে বসাতে৷ এলাকায় ঘোরার জন্য ভারতী ঘোষ তাঁর গাড়ির অনুমতি পত্রও দেখাতে পারেননি বলে অভিযোগ মন্ত্রীর৷ এই পরিস্থিতির জন্য কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম৷ পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতির দাবি, আগ্নেয়গিরি তৈরি করেছেন ভারতী ঘোষ৷ সেই আগুনে নিজেই বিপদে পড়তে হবে তাঁকে৷ মানুষ তাঁকে মেনে নিতে পারেনি এদিনের ঘটনাপরম্পরা থেকেই স্পষ্ট৷ দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে কেশপুর৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি৷ বিক্ষোভকারীদের হটাতে পুলিশের লাঠিচার্জ৷ রাস্তার ইট থেকে বাঁশ পড়ে থাকতে দেখা যায়৷ চলল গুলি, ভাঙচুর৷ আতঙ্কে বহু মানুষ এটিএম সহ অন্যত্র আশ্রয় নিচ্ছে বলে খবর৷ একসময় ভারতী ঘোষকেও দেখা যায় কেশপুর থানার কাছে কালীমন্দিরে দীর্ঘক্ষণ আশ্রয় নিতে৷ আর/০৮:১৪/১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2E3TBia
May 12, 2019 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top