বিশ্বকাপের ঢাকে কাঠির বাকি আর মাত্র কয়েক ঘণ্টা৷ ৩০ মে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপ৷ প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল ভারত অভিযান শুরু করছে ৫ জুন৷ বিশ্বকাপের মেন ইন ব্লুর প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একনজরে দেখে নেওয়া যাক ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপই যাদের কাছে সম্ভবত শেষ বিশ্বকাপ ১) কেদার যাদব ইংল্যান্ডের মাটিতে প্রথম বিশ্বকাপ খেলতে নামবেন কেদার যাদব। ইংল্যান্ডের বিমান ধরার আগে আইপিএল খেলা চলাকালীন কাঁধে চোট পেয়েছিলেন কোহলির দলের মোস্ট ইউটিলিটি ক্রিকেটার। বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচেও এখনও মাঠে নামা হয়নি কেদারের। পুরোপুরি ফিট না হয়ে ওঠার কারণেই এখনও বাইশ গজে ফেরা হয়নি কেদারের। প্রসঙ্গত, ক্যারিয়ারেরর প্রথম বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ কেদারের। যাদবের বয়স এখন ৩৪, ২০২৩ বিশ্বকাপের বয়স দাঁড়াবে ৩৮। চার বছর পর আবার দেশের জার্সিতে বিশ্বকাপে মাঠে নামা কার্যত অসম্ভব কেদারের। সে কারেণ সম্ভবত ইংল্যান্ড বিশ্বকাপই কেদারেরে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ২) উসমান খাজা অস্ট্রেলিয়ার বাঁ-হাতি এই ক্রিকেটারের কাছেও এটাই প্রথম বিশ্বকাপ। দেশের জার্সিতে ৩১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন খাজা। বয়স এখন ৩২। অংক বলছে ভারতের মাটিতে হতে চলা, ২০২৩ বিশ্বকাপের অজিদের মিডল অর্ডারের এই ব্যাটিং তারকার বয়স দাঁড়াবে ৩৬ বছর। বলাই যায়, সেই বয়সে তরুণদের ভিড়ে বাদ পড়তে পারেন উসমান খাজা৷ অজি ব্যাটসম্যানের কাছেও তাই ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ। ৩) কলিন মুনরো নিউজিল্যান্ডের বাঁ-হাতি ওপেনারের ক্যারিয়ারেও এটাই প্রথম বিশ্বকাপ৷ মুনরোর বয়স ৩২। চার বছর পর বয়স দাঁড়াবে ৩৬। সে কারণেই ধরে নেওয়া যায়, প্রথম বিশ্বকাপই সম্ভবত শেষ বিশ্বকাপ মুনরোর৷ নিউজিল্যান্ড দলের অন্যতম প্রধান সদস্য বিস্ফোরক এই ব্যাটসম্যান। ৪) শন মার্শ অজি ডানহাতি ব্যাটসম্যানের কাছে এটাই প্রথম বিশ্বকাপ৷ ২০০৮ সালে ওয়ান ডে অভিষেক হলেও এখনও পর্যন্ত দেশের হয়ে বিশ্বকাপে সুযোগ পাননি শন মার্শ। এবার অবশ্য দলের মিডল অর্ডারে তাকে যোগ্য বলে মনে করেছেন নির্বাচকরা৷ ৩৫ বছর বয়সে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন৷ বলার অপেক্ষা রাখে না এটাই শেষ বিশ্বকাপ মার্শের। ৫) ক্রিস মরিস-দক্ষিণ আফ্রিকান অল-রাউন্ডারের কাছে এটাই প্রথম বিশ্বকাপ। বয়স ৩২, পরের বিশ্বকাপে দলে তরুণদের ভিড়ে যাওয়া নাও পেতে পারেন মরিস৷ এমএ/ ১১:০০/ ২৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KanUrl
May 28, 2019 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top