ডাবলিন, ১৬ মে- ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে ম্যাচে ব্যাট করতে গিয়ে ইনজুরিতে পড়েন সাকিব। ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৩৬তম ওভারে ব্যাট করার সময় হঠাৎ ব্যথা অনুভব করলে মাটিতে শুয়ে পড়েন তিনি। সাথে সাথে মাঠে প্রবেশ করেন টাইগারদের ফিজিও থিহান চন্দ্রমোহন। ফিজিওর শুশ্রূষায় খানিক পর সাকিব উঠে দাঁড়ান এবং আবারো ব্যাটিং শুরু করেন। তবে পরের ওভারে অর্ধ-শতক পূর্ণ করার পর মাঠ ছেড়ে চলে যান সাকিব। পরবর্তীতে জানা যায়, অকস্মাৎ আবির্ভূত এই চোটের পর ঝুঁকি এড়াতেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সাকিব আল হাসানের চোট নিয়ে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও টিম ম্যানেজমেন্ট সূত্রে পাওয়া খবরে মিলেছে স্বস্তি। সর্বশেষ খবর অনুযায়ী, দলের সহ-অধিনায়কের চোট মোটেও গুরুতর নয়। এমনকি একে সাইড স্ট্রেইন বলতেও নারাজ দলের ফিজিও-স্টাফরা। তবে টিম ম্যানেজমেন্টের দাবি, সাকিবের এই চোট সাইড স্ট্রেইনও নয়, এর চেয়েও লঘু। অর্থাৎ, বাংলাদেশি অলরাউন্ডারের চোট মোটেও গুরুতর নয়। তাই এখনো সাকিবকে ফাইনাল ম্যাচের বিবেচনায়ও রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাকিবের চোটের সর্বশেষ অবস্থা আবারো পর্যবেক্ষণ করা হবে। পুরোপুরি ফিট হিসেবে না পেলেও ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট। সেই সময়ও যদি সাকিব ফিট হয়ে ওঠেন, তাহলে একই সিরিজে ক্যারিবীয়দের তৃতীয়বার বধ করার জন্য মাশরাফি-তামিমদের সাথে মাঠে নামবেন তিনিও! সাকিবের চোট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন আয়ারল্যান্ডে বাংলাদেশ দলের ম্যানেজার ও জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, সাকিবের ইনজুরি গুরুতর নয়। তাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাইনি বলে উঠিয়ে নিয়েছি। এমএ/ ০৮:৪৪/ ১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VqO2Ak
May 16, 2019 at 04:56PM
16 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top