আসছে বিশ্বকাপ। ভারতপাক ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। কে জিতবে? বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা কিন্তু পরিষ্কার বলে দিলেন, মহারণে জিতবে ভারতই। রাজকুমার শর্মার কথায়, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আমার তো মনে হয় ম্যাচটায় জোরদার লড়াই হবেই না। কারণ ভারত কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবুও ভারত অনেক এগিয়ে। বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কোহলি। বিশ্বকাপে প্রথম দেশকে নেতৃত্ব দেবেন বিরাট। রাজকুমারের কথায়, বিশ্বকাপ নিয়ে বিরাট ফোকাসড। গত দুবছর ধরেই বিশ্বকাপ নিয়ে নানা পরিকল্পনা তৈরি করে চলেছে ও। কাপটা জেতার জন্য মরিয়া হয়ে আছে। যত প্রশ্ন চার নম্বর নিয়ে। কে বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতে নামবে? বিরাটের কোচের কথায়, বিজয় শঙ্কর ভাল ক্রিকেটার। চার নম্বরে একদম ঠিকঠাক পছন্দ। ভারতের হাতে অবশ্য আরও বিকল্প রয়েছে। যেমন লোকেশ রাহুল, দীনেশ কার্তিক। তবে আমার প্রথম পছন্দ বিজয় শঙ্কর। শুধু ব্যাটসম্যান নয়। ইংল্যান্ডের পরিবেশে বিজয় শঙ্করের ৫৬ ওভার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমএ/ ০৫:২২/ ১৪ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2W0gahX
May 14, 2019 at 01:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন