জিরো জিরো সেভেন সিরিজের জেমস বন্ড মুভির অন্যতম বন্ডগার্ল। বিশ্বখ্যাত বহু অভিনেত্রী বন্ডগার্ল সেজে আগুন ছড়িয়েছেন। বন্ডগার্লরূপী মলি পিটার্স, ফামকে ইয়ানসন, ডায়ানা রিগ, অলিভিয়া ওয়াইল্ড হ্যালি ব্যারি আর ইভা গ্রিনের পারফর্ম্যান্স চমক তৈরি করেছে যুগে যুগে। তাদেরই উত্তরসূরি হয়ে কিউবার ৩১ বছর বয়সী অভিনেত্রী আনা ডে আরমাস। এ পর্যন্ত যৌন আবেদনময়ী যতো বন্ডগার্ল এসেছেন তাদের মধ্যে এই অভিনেত্রী অন্যতম। স্বর্ণালী চুলের এই অভিনেত্রীর চোখ দুটি সবুজাভ পান্নার মতোই ঝলমলে। নিজের টান টান দেহবল্লরী ক্যামেরার সামনে পুরোপুরি উন্মোচনেও সে বেশ উদার। হলিউডে আনাকে কয়েক বছর ধরেই চলছে মাতামাতি। কিউবার এই সুন্দরীকে নিয়ে কানে কানে অনেকেই বলে থাকেন, কোনো সিনেমায় সহ-অভিনেতা যিনিই হোন না কেন, আনা তার প্রেমে পড়ে যায়। সম্পর্ক বেড পর্যন্ত গড়ানোর পর পরই নাকি ইউটার্ন নিয়ে থাকেন নতুন এই বন্ডগার্ল। আনা ডে আরমাস অভিনয় করছেন ১৬ বছর বয়স থেকেই তিনি ছবিতে অভিনয় করে আসছেন। এখন ৩১ বছর বয়সী টগবগে যুবতী। নিজের স্বীকার করেছেন, আমি এরই মধ্যে অনেক মানুষের প্রেমে পড়েছি। অনেক ছবিতে তিনি রগরগে দৃশ্যে একেবারে খোলামেলা অভিনয় করেছেন। বিছানায় দেখা গেছে তাকে নগ্ন অবস্থায়। গত কয়েক বছর ধরে হলিউডের রগরগে ছবিতে নিজের উদারতা প্রদর্শন করে আনা পেয়েছেন ব্যাপক পরিচিতি। আনা অভিনীত ব্লেড রানার, ব্লাইন্ড অ্যালে, পার্টি অ্যান্ড লাইজ, নক নক প্রভৃতি ছবি ব্যবসায়িক সাফল্য পাওয়া নেপথ্যে ছিল এই অভিনেত্রীর নগ্ন দেহপ্রদর্শণ। সেই আনা আরমাসই হতে চলেছেন ৭৬তম বন্ড গার্ল হতে যাচ্ছেন। তিনি কিউবার রাজধানী হাভানায় বড় হয়েছেন। শিশু থাকা অবস্থায় তিনি কোনো বন্ড সিরিজের ছবি দেখেন নি। আর তো বন্ডগার্ল হওয়ার স্বপ্ন পরের কথা। হাভানায় ন্যাশনাল থিয়েটার স্কুলে চার বছর পড়াশোনা করেছেন। তারপর ১২ বছর বয়সে তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। কিউবা তখন শাসন করেন ফিদেল ক্যাস্ত্রো। তিনি দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। আনার দাদাদাদি অথবা নানানানী স্প্যানিশ। সেই সূত্রে তিনি স্প্যানিশ পাসপোর্টের জন্য আবেদন করার সিদ্ধান্ত নেন ১৮ বছর বয়সে। তখন তার সঞ্চয় ২০০ ইউরো। তাই নিয়ে চলে যেতে চান মাদ্রিদে। সেখানেই গড়ে ওঠে তার ক্যারিয়ার। সর্বশেষ আনা অভিনয় করেন থ্রিলার সিনেমা নাইভস আউট। আর/০৮:১৪/০৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2H41Gp6
May 06, 2019 at 07:01PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.