পিরোজপুর থেকে ৫ টি অস্ত্রসহ ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিরোজপুর এলাকা থেকে শনিবার রাতে ৫টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনা কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবি এক প্রেসনোটে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরআইবি রংপুরের ব্যুরো চীফ লেঃ কর্ণেল তৌফিক আহম্মদ চৌধুরী ও সহকারী পরিচালক আজিমুল হকের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/২-এস এর নিকট     বাংলাদেশের ৫০০ গজ অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ভারতের হতে কয়েকজন লোক  পাগলা নদী হয়ে নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশী চোরাকারবারী মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তরের সময় বিজিবি‘র টহল দল চ্যালেঞ্জ করলে সন্ত্রাসীরা ভারতের দিকে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশী করে ৪টি ওয়ান স্যূটার গান, ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ৬ রাউন্ড গুলিসহ ৩শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে একটি দেশীয় হাসুয়া জব্দ করা হয়।
বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ও হাসুয়া শিবগঞ্জ থানায় ও ফেন্সিডিল গুলো  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৫-১৯


from Chapainawabganjnews http://bit.ly/2JO1R9L

May 19, 2019 at 08:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top