বাংলাদেশে যে কজন তরুণ সঙ্গীতশিল্পী সঙ্গীতে নিজস্ব ধারা তৈরি করেছেন, মিনার তাদের অন্যতম। গানের সেই ধারা নিয়েই মিনার এবার প্রকাশ করলেন তার নতুন গান রং পেন্সিল। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। যে গানের প্রথম দুটি লাইন হচ্ছে, রং পেন্সিল তোকে কাটতে পারি না কোন শার্পনারে/ যদি তুই ভেঙে যাস/ রং পেন্সিল তোকে রাঙাতে পারিনা মন ক্যানভাসে/ যদি তুই ক্ষয়ে যাস। গানটি লিখেছেন ওমর ফারুক। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন অমিত চ্যাটার্জী। মাহমুদুর রহমান হিমির গল্প ও পরিচালনায় গানটিতে অভিনেতা-আভিনেত্রী হিসেবে দেখা যায় আরফান নিশো এবং মেহজাবিন চৌধুরীকে। পহেলা বৈশাখের নাটক আনএক্সপেক্টেড সারপ্রাইজ এ ব্যবহৃত হয় গানটি। যে নাটকটি ধ্রুব টিভিতে প্রকাশিত হয়। নিজের নতুন গান প্রসঙ্গে মিনার বলেন, বেশ কিছুদিন আগে গানটিতে কন্ঠ দেই। এটি একটি কাব্যনির্ভর কথাভিত্তিক গান। কথা, সুর ও সংগীত মিলিয়ে গানটি চমৎকার হয়েছে। ভিডিওটিও রুচিশীল হয়েছে আশা করছি গানটি শ্রোাতাদের ভালো লাগবে। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবেও পাওয়া যাবে। ভিডিও: এমএ/ ০৪:২২/ ০২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GYhhXb
May 02, 2019 at 10:28PM
02 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top