স্টুয়ার্ড ব্রডকে পিটিয়ে ছয় বলে ছয়টি ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন যুবরাজ সিং। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে বোলিংয়ের কারণে সমালোচিত সেই ব্রডই বলছেন এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে। আসন্ন বিশ্বকাপ নিয়ে ইংল্যান্ডের এই গতিরময় পেসার বলেন, যখন খুব ছোট ছিলাম, তখন থেকেই বিশ্বকাপ জয়ে অনুপ্রাণিত হতাম। স্বপ্ন দেখতাম একদিন বিশ্বকাপ জয়ী দলের সদস্য হবো। খেলোয়াড় হিসেবে আমাদের কাছে ব্যাপারটা চাপের। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ জিতে স্মরণীয় করে রাখতে চাই। একদিনের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও এই মুহূর্তে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। সেই কারণেই ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড বলেছেন, ৫০ ওভারের বিশ্বকাপ জেতার এটাই সেরা সুযোগ আমাদের দলের সামনে। ইংল্যান্ডের ওয়ানডে দলে এত কোয়ালিটি আমি আগে কখনও দেখিনি। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা এখন বিশ্বসেরা। ইংলিশদের হাত ধরেই ক্রিকেটের পথ চলা শুরু হয়। অথচ এখনও ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি ইংল্যান্ডের। তবে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে ফর্মের তুঙ্গে রয়েছে ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দলটি। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে ৩৭৩ রানের পাহাড় গড়ে ১২ রানের জয় পায় ইংলিশরা। সূত্র: যুগান্তর আর এস/ ১২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2LE63vo
May 13, 2019 at 04:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top