কলকাতা, ১৪ মে- কলকাতায় হাওয়ালার মাধ্যমে বিজেপি অপরেট করছে, এভাবেই এদিন হারোয়ায় তৃণমূলের প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন । তিনি এদিনের সভা থেকে প্রশ্ন তোলেন , কেন নির্বাচনের আগে বিধাননগর পুলিশ কমিশনারেটে অফিসারদের পাল্টানো হল নির্বাচন কমিশনের তরফে? এই প্রশ্নের জবাবে একাধিক দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, প্রয়োজন হল প্রধানমন্ত্রীর গাড়িকেও তল্লাশি চালাবে রাজ্য প্রশাসন। কেন অফিসারদের বদলি? এদিন হাড়োয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিধাননগর কমিশনারেটের অফিসরকে বদলি করা হয়েছে? কেন কলকাতার পুলিশ কমিশনরকে বদলি করা হয়েছে? যার জবাব তিনি দিয়ে জানান,কলকাতায় হাওলা হলে বিজেপিকে যাতে কেউ ধরতে না পারে,.. দমদম এয়ারপোর্টে.. বিধান নগরের পুলিশ কমিশনরেট পরিবর্তন হল কেন?.. এয়ারপোর্টে টাকার বাক্স নিয়ে নামলে যাতে ধরতে না পারে। প্রধানমন্ত্রীর গাড়ি তল্লাশি এদিনের মঞ্চ থেকে মমতা বলেন, তাঁর নিজের গাড়িও প্রয়োজন হলে তল্লাশি নিক রাজ্য প্রশাসন। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি পুলিশ মনে করলে প্রধানমন্ত্রীর গাড়িও তল্লাশি করুন। মমতার দাবি, বদলি হয়ে আসা নতুন অফিসাররাও তাঁর সরকারী কর্মী , তবে তাঁর পছন্দের অফিসাররা থাকলে টাকা পাচার তিনি রুখে দিতেন। ভারতীর গাড়ি প্রসঙ্গ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, যেদিন ভারতী ঘোষেক গাড়িতে টাকা ধরা পড়ে, সেদিন সেখানে আরও একটি গাড়িতেও টাকা ছিল। তবে পুলিশকে ব্যাগ ছুঁতে না দিয়ে , সেখানে প্রশাসনের চোখে ধুলো দিয়ে সেই গাড়িটি টাকা নিয়ে বেরিয়ে যায়। আর/০৮:১৪/১৪ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2E3xGrd
May 14, 2019 at 09:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top