শিবগঞ্জে ৪দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী চারদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই কলেজ ছাত্রী হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখোরালী বিশ্বনাথপুরের গোলাম সাহারুলের মেয়ে শাকিলা আক্তার তিশা (২০)। এ নিয়ে শুক্রবার দুপুরে কলেজ ছাত্রীর মা মোসা. কচিয়ারা বেগম শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০৭০ তারিখ ২৪-০৫-১৯) করেছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানাগেছে- মঙ্গলবার দুপুরে ওই কলেজ ছাত্রী শিবগঞ্জ বাজারে কোচিং সেন্টারে যাবার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। পরে বাড়িতে ফিরে না আসলে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও সন্ধান না পাওয়ায় চারদিন পর নিখোঁজের মা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৫-১৯  


from Chapainawabganjnews http://bit.ly/2HV1asw

May 24, 2019 at 09:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top