কলকাতা, ২৫ মে- নির্বাচনে পরাজয়ের পর পূর্বসুরি বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর-নন্দীগ্রামের জোড়া ফলায় ২০১১ সালে সুদীর্ঘ সাড়ে তিন দশকের বাম শাসনের অবসান ঘটলেও শিল্পায়নের পথ সঠিক ছিল বলে আজও মনে করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এবার হিন্দু-মুসলমান মেরুকরণের ভোটে রাজ্যে গেরুয়া শিবিরের চরম উত্থানের পরও, নিজের অবস্থানে অবিচল থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকালে সাংবাদিক সম্মেলনে মমতা জানিয়েদিলেন, রমজানের শেষে ৩০মে ইফতারে অংশ গ্রহণ করবেন। এরপরই শ্লেষের সুরে তিনি বলেন, আমি তো মুসলিম তোষণ করি, তাই আমি ইফতারে যাব। ২৩মে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পেতেই দেশ জুড়ে গেরুয়া ঝড়ের ছবি প্রকট হয়ে ওঠে। দেখা যায়, বিজেপির অশ্বমেধের ঘোড়া ছুটে বেরিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতেও। এ রাজ্যে সবমিলিয়ে ১৮টি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। ২০১৪ সালের নির্বাচনে বাংলায় মাত্র ২টি আসন জেতা বিজেপি এবার ১৮টি লোকসভা কেন্দ্রে পদ্ম পতাকা উড়িয়েছে। অন্যদিকে, ৩৪ থেকে তৃণমূলের আসন সংখ্যা কমে হয়েছে ২২। রাজ্যে তৃণমূলের শতকরা ভোট বাড়লেও, উল্লেখযোগ্যভাবে আসন কমেছে। এই ফলাফল সামনে আসার পর একটি টুইট ছাড়া তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবিষয়ে কোনও বিবৃতি সামনে আসেনি। এরপর শনিবার কালীঘাটের বাসভবনে দলীয় বৈঠক ডাকেন মমতা। সেই বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এবারের ভোটে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে জিতেছে বিজেপি। এরপরই তৃণমূল সুপ্রিমো সটান জানিয়েদেন, তিনি অন্যান্যবারের মতো এবারও ইফতারে যোগ দেবেন। উল্লেখ্য, মমতা সংখ্যালঘু তোষণ করেন বলে নিয়মিত অভিযোগ করে থাকে বাম-বিজেপি-কংগ্রেস। তাছাড়া, এবারের নির্বাচনে বিজেপি সেই সাম্প্রদায়িকতার তাসই খেলে জিতেছে বলেও জানিয়ে দেন মমতা। কিন্তু, এরপরও যে তিনি সংখ্যালঘুদের পাশ থেকে সরবেন না, সে কথা এদিন স্পষ্ট করে দেন মমতা। সংখ্যালঘু সম্প্রদায় তাঁর পাশে থাকায়, তিনিও যে তাঁদের পাশে থাকবেন সেকথা ফের জানিয়ে দেন মমতা। মমতা এদিন সাংবাদিক বৈঠকে তাঁর মায়ের কথা স্মরণ করেন। প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর একটি বাংলা দৈনিক তাঁর মা গায়েত্রী দেবীর সাক্ষাৎকার নেয়। সেই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মেয়ের জন্য তিনি কী চান? উত্তরে গায়েত্রী দেবী বলেছিলেন, মমতা যেন মমতাই থাকে। মায়ের সেই ইচ্ছার কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা এদিন বলেন, মমতা মমতাই থাকবে। তিনি ইফতারে অংশ নেবেন। তবে, মায়ের কথা স্মরণ করিয়ে নিজের অবস্থানে অনড় থাকা নাকি পরিবর্তীত পরিস্থিতিতে পদক্ষেপ বদল, কোনটা মমতার জন্য সঠিক সিদ্ধান্ত তা বলে দেবে আগামী দিন। তবে আপাতত মমতা থাকছেন মমতাতেই। এমএ/ ১১:৪৪/ ২৫ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YSkfCL
May 25, 2019 at 07:52PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.