হায়দরাবাদ, ১৩ মে- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরও একটি শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালের নাটকীয় ম্যাচে লাসিথ মালিঙ্গার শেষ ওভারে ১ রানের অবিশ্বাস্য জয় পায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। এ নিয়ে চারটি শিরোপা ঘরে তুলল মুম্বাই। শ্বাসরূদ্ধকর ফাইনালে মাত্র ১৪৯ রান করেছিল মুম্বাই। জবাব দিতে নেমে শেন ওয়াটসনের ৮০ রান সত্ত্বেও ১ রানে হেরে যায় চেন্নাই সুপার কিংস। ১০বারের আইপিএলে (২বার ছিল নিষিদ্ধ) আটবারই ফাইনাল খেলেছে তারা। এর মধ্যে রানারআপ হলো ৫বার। শিরোপা জিতেছে ৩বার। এক নজরে দেখে নেয়া যাক, এবারের আইপিএলে কে কি পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন : মুম্বাই ইন্ডিয়ান্স (চতুর্থবার) (২০ কোটি রুপি) রানারআপ : চেন্নাই সুপার কিংস (সাড়ে ১২ কোটি রুপি) ম্যান অব দ্য ফাইনাল : জসপ্রিত বুমরাহ, মুম্বাই ইন্ডিয়ান্স (৫ লাখ রুপি) ম্যান অব দ্য টুর্নামেন্ট : আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি) সেরা মাঠের পুরস্কার : পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (২৫ লাখ রুপি ভাগ করে নেবে দুই অ্যাসোসিয়েশন। উদীয়মান খেলোয়াড় : শুভমান গিল, কেকেআর (১০ লাখ রুপি) টুর্নামেন্ট ফেয়ার প্লে : সানরাইজার্স হায়দরাবাদ মৌসুমের সেরা ক্যাচের পুরস্কার : কাইরন পোলার্ড, মুম্বাই ইন্ডিয়ান্স (১০ লাখ রুপি) সেরা স্ট্রাইক রেটের পুরস্কার : আন্দ্রে রাসেল, কেকেআর (১০ লাখ রুপি) অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রহকারী) : ডেভিড ওয়ার্নার, ৬৯২ রান, সানরাইজার্স হায়দরাবাদ (১০ লাখ রুপি) পার্পল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারী) : ইমরান তাহির, ২৬ উইকেট, চেন্নাই সুপার কিংস, (১০ লাখ রুপি)। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার : আন্দ্রে রাসেল, কেকেআর, (১০ লাখ রুপি) আর/০৮:১৪/১৩ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2YwhxCP
May 13, 2019 at 06:45AM
13 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top