মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং। গেল মাসে ২১ বছরে পা রেখেছেন। এর কয়েকদিন পর কান চলচ্চিত্র উৎসব আয়োজকরা ঘোষণা দিলেন, এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারক দলে আছেন তিনি! এর মাধ্যমে সবচেয়ে কম বয়সে বিচারকের আসনে বসার রেকর্ড গড়লেন আমেরিকান এই তারকা। এর আগে কানে সবচেয়ে কম বয়সে বিচারক হওয়ার রেকর্ডটি ছিল কানাডিয়ান নির্মাতা-অভিনেতা হাভিয়ার দোলানের। ২০১৫ সালে ২৫ বছর বয়সে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের আসনে বসেন তিনি। কানের ৭২তম আসরে প্রতিযোগিতা বিভাগে মূল বিচারক থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। তার হাত ধরেই কান উৎসবের সঙ্গে এল ফ্যানিংয়ের সম্পৃক্ততা ছোটবেলা থেকে। ২০০৬ সালে কানের প্রতিযোগিতায় থাকা বাবেল ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন এল ফ্যানিং। তখন তার বয়স ছিল মাত্র আট বছর। বেড়ে ওঠার পর ২০১৬ সালে কানের অফিসিয়াল সিলেকশনে থাকা নিকোলাস উইন্ডিং রেফনের দ্য নিয়ন ডেমন ছবিতে দেখা যায় এল ফ্যানিংকে। এর পরের বছর কানে পাম দরের দৌড়ে থাকা সোফিয়া কপোলার দ্য বিগাইল্ড ছবিতেও অভিনয় করেন তিনি। একই আসরে আউট অব কম্পিটিশনে দেখানো হয় তার হাউ টু টক টু গার্লস অ্যাট পার্টিস। ছবিটি পরিচালনা করেছেন জন ক্যামেরন মিচেল। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে জন্ম এল ফ্যানিংয়ের। ইতোমধ্যে ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে সুপার এইট (২০১১), মেলফিসেন্ট (২০১৪), টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ওমেন (২০১৬) প্রভৃতি। এবার প্রতিযোগিতা বিভাগের বিচারক দলে আছেন চার মহাদেশের সাতটি ভিন্ন দেশের চার জন পুরুষ ও চার নারী। তালিকায় এল ফ্যানিংয়ের পাশাপাশি অন্য নারীরা হলেন পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অভিনেত্রী-পরিচালক মায়মুনা এনদাই, মার্কিন নির্মাতা কেলি রাইকার্ড (২০০৮ সালে আঁ সার্তে রিগারে নির্বাচিত ওয়েন্ডি অ্যান্ড লুসি), গত বছর কানে সেরা চিত্রনাট্যের পুরস্কার জয়ী ইতালিয়ান নির্মাতা অ্যালিস রোরওয়াচার (হ্যাপি অ্যাজ ল্যাজারো)। এছাড়া আছেন অস্কার মনোনীত গ্রিসের পরিচালক ইওর্গেস লানতিমোস, কানের গত আসরে কোল্ড ওয়ার ছবির জন্য সেরা পরিচালক হওয়া পোল্যান্ডের পাওয়েল পাওলিকস্কি, ২০১৭ সালে কানে গ্রাঁ প্রিঁ জেতা ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলো (১২০ বিপিএম-বিটস পার মিনিট) ও ফরাসি গ্রাফিক ঔপন্যাসিক-নির্মাতা এনকি বিলাল (ইমমর্টাল)। বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তর আয়োজন কান উৎসবের ৭২তম আসর শুরু হবে আগামী ১৪ মে। ওইদিন মার্কিন নির্মাতা জিম জারমাশের দ্য ডেড ডোন্ট ডাই ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে। ফরাসি ভূমধ্যসাগরীয় তটভূমিতে আগামী ২৫ মে বিজয়ীদের নাম জানাবেন প্রতিযোগিতা বিভাগের বিচারকরা। এমএ/ ০১:২২/ ০২ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2DHPPea
May 02, 2019 at 07:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন