বিয়ের ঘোষণা দিলেন মর্কিন পপ সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ। নিজের থেকে তিনগুণ বয়সী আরেক তারকাকে বিয়ে করতে যাচ্ছেন তিনি! অবাক করার মতো খবর হলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমন আভাসই দিচ্ছে। চলতি ৭২তম কান উৎসবে হাজির হয়েছিলেন ২৬ বছর বয়সী সেলেনা। সঙ্গে ছিলেন দ্য ডেড ডোন্ট ডাই সিনেমার অভিনেতা বয়সী বিল মুরে, যার বয়স ৬৮ বছর। কানের লাল গালিচায় যারা এ দুজনকে দেখেছে, তাদের চোখ কপালে উঠে গেছে। কারণ বিল-সেলেনার রসায়ণটাই ছিল অমন। মূলত সিনেমার প্রচারণায় এসে চুম্বন আর জড়িয়ে ধরার পাশাপাশি প্রেমিক-প্রেমিকা যা করেন তা-ই করেছে দুজন। সত্যতা নিশ্চিত করেছেন সেলেনা নিজেই। গত ১৮ মে ইনস্টাগ্রামে বিয়ের ঘোষণা দিয়ে এই তারকা লিখেছেন- এবারই প্রথম আমি কানে এলাম। পুরো টিমের সঙ্গে ছবিটির প্রদর্শনীতে অংশ নেওয়া ছিল বিশেষ কিছু। যাই হোক আমি ও বিল মুরে বিয়ে করতে যাচ্ছি। তবে সেলেনা ও বিলের এই সম্পর্ক প্রকাশের বিষয়টি কতোটা বাস্তব সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করছেন, সিনেমার প্রচারণার অংশ হিসেবেই প্রেম ও বিয়ের প্রসঙ্গটি টেনে মজা করছেন দুজনে। আর/০৮:১৪/২২ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Jtjb4o
May 22, 2019 at 05:13AM
22 May 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top