বিশ্বকাপ মিশনে অংশ নিতে আজ (বুধবার) বেলা সাড়ে ১১ টায় সতেরো সতীর্থ নিয়ে দেশ ছাড়লেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশ ছাড়লেও তিনি পেছনে ফেলে গেলেন তার অক্রিকেটীয় এক আলোচনা। গেল ২৫ এপ্রিল নড়াইল আধুনিক সদর হাসপাতালে ঝটিকা সফর করেন স্থানীয় সাংসদ মাশরাফি। এ ঘটনার পর মাশরাফি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে বেশ আলোচিত। সোশ্যাল মিডিয়ায় অনেকে ২০০১ সালের ব্লকবাস্টার হিট বলি সিনেমা নায়ক এর কেন্দ্রীয় চরিত্রের সঙ্গে মিল খুঁজেছেন মাশরাফির। ছবিতে অভিনেতা অনিল কাপুর মন্ত্রী হওয়ার পর যেভাবে দেশের হয়ে কাজ করেছেন সংসদ সদস্য মাশরাফির মাঝে ঠিক একই ধরনের প্রবণতা দেখা গেছে। বিষয়টি বেশ ছুঁয়েছে ঢাকাই ছবি রাত্রির যাত্রী এর পরিচালক হাবিবুল ইসলাম হাবিবকে। সেই কারণেই তিনি বলি সিনেমা নায়কের রিমেক বানাতে চান। আর সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য মাশরাফিকেই বেছে নিয়েছেন এই পরিচালক। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি নায়ক ছবিটি রিমেক করতে চাই। নায়ক হিসেবে চাই মাশরাফি বিন মুর্তজাকে। তিনি বলেন, মাশরাফির মতো দেশের সমস্যা সমাধান করতে এভাবে যদি সংসদ সদস্যরা এগিয়ে আসেন তবে আমাদের দেশে আর কোনো সমস্যা থাকবে না। দেশ বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে। মাশরাফির এই কাজগুলো সবার সামনে তুলে ধরতেই নায়ক ছবির রিমেক বানাবেন বলে জানান এই পরিচালক। তবে সিনেমার নায়কের ভূমিকায় বাস্তবের মানুষটিকেই চান তিনি। এ ব্যাপারে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতে মাশরাফিকে ফোনও করেছিলেন হাবিব। একটি গণমাধ্যমকে পরিচালক হাবিব বলেন,আমি এরই মধ্যে মাশরাফিকে ফোন করেছি। বিশ্বকাপ মিশনে ব্যস্ততার কারণে হয়তো ফোন ধরতে পারেননি তিনি। পরে তাকে এসএমএস করি। আশা করছি,সময় পেলে তিনি আমার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। সিনেমায় অভিনয় করতে মাশরাফি রাজি হবেন কিনা বা সময় দিতে পারবেন কিনা এমন প্রশ্নে হাবিব বলেন,আমি জানি খেলা ও রাজনীতি নিয়ে মাশরাফি অনেক ব্যস্ত একজন মানুষ। তাই তিনি যখন যেভাবে সময় দেবেন, আমি সেভাবেই ছবির শুটিংইয়ের সময় সাজিয়ে নিব। তিনি বলেন, ছবি প্রযোজনায় আমার অভিজ্ঞতা রয়েছে। এই ছবিটি আমি নিজে প্রযোজনা করব। ছবিটি তৈরি হয়ে গেলে মাশরাফির এমন সব উদ্যোগ দেখে চলতি সংসদের বাকি সাংসদরাও অনুপ্রাণিত হবেন। প্রসঙ্গত, ১৯৮৭ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বখাটে নির্মাণের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন হাবিবুল ইসলাম হাবিব। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারিতে তার পরিচালিত রাত্রির যাত্রী ছবিটি বেশ সাড়া জাগিয়েছে। আর এস/ ০১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VcGFBn
May 02, 2019 at 12:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top