দীর্ঘদিনের কাঁধের সমস্যায় এই বছরের ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ২০১২ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। গত জানুয়ারির শেষ দিকে রাশিয়ার এক ইভেন্ট থেকে সরে দাঁড়ান ৩২ বছর বয়সী তারকা। পরের মাসে কাঁধে ছোট্ট একটি অস্ত্রোপচার করান পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী। আগামী ২৬ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে না যাওয়ার ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছেন শারাপোভা, মাঝেমধ্যে সঠিক সিদ্ধান্তগুলো সবসময় সহজ হয় না। নিষিদ্ধ ড্রাগ নেওয়ায় ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৭ সালের এপ্রিলে কোর্টে ফিরেন শারাপোভা। ৩২ বছর বয়সী তারকা গত বছর ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছান, কিন্তু ৬-২, ৬-১ গেমে হেরে যান গারবিন মুগুরুসার কাছে। আর এই বছর অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার অ্যাশলেইঘ বার্টির কাছে হেরে বিদায় নেন রুশ তারকা। শিগগিরই আবার কোর্টে ফিরবেন আশা শারাপোভার, ভালো খবর হচ্ছে, আমি অনুশীলন কোর্টে ফিরেছি। আস্তে আস্তে কাঁধে শক্তি ফিরে পাচ্ছি। আমি সত্যিই প্যারিসকে খুব মিস করবো, আগামী বছর পর্যন্ত। বিবিসি এমএ/ ০৩:২২/ ১৬ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EfixTX
May 16, 2019 at 11:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top